একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তেলেঙ্গানার এনএইচ-৪৪-এ এই দুর্ঘটনাটি ঘটে। স্বস্তির খবর হলো, গাড়িতে থাকা অভিনেতা এবং তাঁর পরিবারের কোনও সদস্যই গুরুতর আহত হননি।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বিজয় তাঁর পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। জঙ্গলমাবা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, একটি বোলেরো গাড়ি হঠাৎ ডানদিকে মোড় নিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই বোলেরো গাড়িটিই বিজয়ের গাড়িতে ধাক্কা মারে।
ভাইরাল হওয়া ভিডিওতে বিজয়ের গাড়ির ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা গেলেও, অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপদে আছেন।
‘মাথা ব্যথা হলেও বিরিয়ানি খেলেই ঠিক হবে’
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ভক্তরা প্রাথমিকভাবে চিন্তিত হয়ে পড়লেও, অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তাঁদের স্বস্তি দেন।
বিজয় দেবেরাকোন্ডা লেখেন:
“সব ঠিক আছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি, সবেমাত্র বাড়ি ফিরে এসেছি। মাথা ব্যথা হলেও বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালবাসা। এই খবরে বিরক্ত হবেন না।”
উল্লেখ্য, এই দুর্ঘটনার খবরটি আসে ঠিক তাঁর অভিনেত্রী রশ্মিকা মন্দন্নার সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলার দুই দিন পর। এমন পরিস্থিতিতে অভিনেতার সুস্থতার খবরে এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।