ফারহান আখতারের মায়ের ড্রাইভারের ১২ লাখের প্রতারণা! বান্দ্রায় ধরা পড়ল জালিয়াতির গোটা চক্র

বলিউড অভিনেতা ফারহান আখতারের মা, প্রখ্যাত চিত্রনাট্যকার হানি ইরানির গাড়িচালককে প্রায় ১২ লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করল বান্দ্রা পুলিশ। অভিযুক্ত ড্রাইভার নরেশ সিং (৩৫) দীর্ঘকাল ধরে ফারহান আখতারের পরিবারের অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিল, কিন্তু গোপনে সে বান্দ্রার একটি পেট্রোল পাম্পের কর্মীর সঙ্গে হাত মিলিয়ে এই বিশাল জালিয়াতি চালাচ্ছিল।

কীভাবে ফাঁস হলো প্রতারণা?
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন চালক নরেশ গাড়িতে ৬২ লিটার পেট্রোলের বিল জমা দেন। অবিশ্বাস্য হলেও, গাড়িটির জ্বালানি ট্যাঙ্কের ধারণক্ষমতা মাত্র ৩৫ লিটার। এই বিশাল অমিল দেখেই সন্দেহের সূত্রপাত হয়।

হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া তৎক্ষণাৎ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন এবং দেখেন যে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ধারাবাহিকভাবে ফারহানের ডেবিট কার্ড ব্যবহার করে ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি, যে গাড়িটি ৭ বছর আগেই বিক্রি হয়ে গিয়েছিল, তার জন্যও নাকি ইঞ্জিন অয়েল কেনার ভুয়ো এন্ট্রিও পাওয়া যায়।

‘তেল না ভরেই’ নগদ টাকা নিত ড্রাইভার
তদন্তে জানা গিয়েছে, বান্দ্রা পশ্চিমের একটি পেট্রোল পাম্পের কর্মী অরুণ সিংয়ের সঙ্গে নরেশ সিংয়ের গোপন আঁতাত ছিল। নরেশ ফারহানের কার্ড ব্যবহার করে গাড়িতে পেট্রোল না ভরেই শুধু সোয়াইপ করত। এর বিনিময়ে পাম্প কর্মী অরুণ তাকে নগদ টাকা দিত। অরুণ প্রতিবার লেনদেনে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ টাকা কমিশন রাখত। অর্থাৎ, কার্ড থেকে টাকা তোলা হলেও, গাড়ির ট্যাঙ্কে একফোঁটা তেলও ভরা হতো না।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হতেই ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন। ইরানির সামনে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নরেশ তার প্রতারণার কথা স্বীকারও করে নেয়। জানা যায়, নরেশ ফারহানের প্রাক্তন ড্রাইভার সন্তোষ কুমারের কাছ থেকে ২০২২ সালে এই ডেবিট কার্ডগুলি সংগ্রহ করেছিল এবং তখন থেকেই এর অপব্যবহার করছিল।

দিয়ার অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ অভিযুক্ত নরেশ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৪১৮ (প্রতারণা)-এর অধীনে মামলা দায়ের করেছে। এই চক্রের মূল সহযোগী, পেট্রোল পাম্প কর্মী অরুণ সিং ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাকে খোঁজার পাশাপাশি এই প্রতারণা চক্রে আর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy