“সানিয়াকে ছেড়ে সানা! এবার কি তাঁকেও ছাড়তে চলেছেন শোয়েব মালিক? বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে যা বললেন পাক অভিনেত্রী”

মাত্র এক বছরেই কি আরও একটি বিচ্ছেদের পথে হাঁটবেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)? টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ভাঙার পর যাঁকে বিয়ে করেছিলেন, সেই সানা জাভেদকে (Sana Javed) নাকি এ বার তিনি ছাড়তে চলেছেন— এমন গুঞ্জনে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। তবে এবার সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন সানা নিজেই।

গুঞ্জনের সূত্রপাত: সেই ভাইরাল ভিডিয়ো
শোয়েব মালিক ও সানা জাভেদের সম্পর্ক ভাঙার গুঞ্জনের সূত্রপাত একটি ভাইরাল ভিডিয়ো থেকে। সম্প্রতি এক ইভেন্টে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ ও প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিককে এক সোফায় পাশাপাশি বসে থাকতে দেখা যায়। কিন্তু লক্ষণীয়ভাবে, তাঁরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন না এবং কোনো কথাও বলছিলেন না। এই ভিডিয়ো দেখেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে অনেকে প্রশ্ন তোলেন, সানা ও শোয়েবের মধ্যে হয়তো সব ঠিক নেই।

বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন সানা
শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ার পর, অভিনেত্রী সানা জাভেদ নিজেই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছেন।

বর্তমানে শোয়েব ও সানা মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। ইউনিভার্সাল সিটি, লস অ্যাঞ্জেলেস এবং সান্টা মনিকার মতো নানা দর্শনীয় স্থানে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। এমনকী, তাঁরা ইউনিভার্সাল স্টুডিওস হলিউডেও ঘুরেছেন। সানা তাঁর ইনস্টাগ্রামে তাঁদের এই ‘ট্র্যাভেল টাইমের’ নানা ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন।

বিদেশের মাটিতে সানা জাভেদ ও শোয়েব মালিকের কোয়ালিটি টাইম কাটানোর সকল মুহূর্তের ছবিই প্রমাণ করে দিচ্ছে যে, তাঁদের মধ্যে আপাতত কোনো সমস্যাই নেই এবং তাঁদের দ্বিতীয় দাম্পত্যে চিড় ধরার খবরটি নিতান্তই গুঞ্জন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy