বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ সম্প্রতি রেকর্ড পরিমাণ বাড়লেও, মোট সম্পদের নিরিখে তাঁকে টপকে গিয়েছেন এক অদম্য উদ্যোগপতি। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, এই প্রথমবার বিলিওনিয়ার ক্লাবে প্রবেশ করেছেন শাহরুখ খান। তাঁর সম্পত্তির পরিমাণ এক বছরে ৭১ শতাংশ বাড়লেও, তাঁকে ছাপিয়ে গিয়েছেন ‘ফিজিক্সওয়ালা’ (Physics Wallah)-এর প্রতিষ্ঠাতা আলাখ পান্ডে।
শাহরুখের চেয়েও বেশি সম্পদ আলাখ পান্ডের
আর্থিক কষ্টের কারণে একসময় যিনি আইআইটি-জেইই (IIT-JEE) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এবং বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, সেই আলাখ পান্ডে আজ ভারতের অন্যতম ধনী ব্যক্তি।
আলাখ পান্ডের মোট সম্পত্তি: ১৪ হাজার ৫১০ কোটি টাকা।
শাহরুখ খানের মোট সম্পত্তি: ১২ হাজার ৪৯০ কোটি টাকা।
দেখা যাচ্ছে, মোট সম্পত্তির নিরিখে প্রায় ২,০২০ কোটি টাকার ব্যবধানে শাহরুখ খানকে পেছনে ফেলেছেন আলাখ পান্ডে।
এক বছরে ২২৩% বৃদ্ধি: একচালার ঘর থেকে উত্থান
১৯৯১ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করা আলাখ পান্ডের ছোটবেলা কেটেছে প্রবল আর্থিক কষ্টের মধ্যে দিয়ে। নবম শ্রেণি থেকেই তিনি টিউশনি শুরু করেন। আইআইটি-জেইই-তে ব্যর্থ হওয়ার পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সও মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন।
তবে, তাঁর লড়াই থেমে থাকেনি। ২০১৬ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন— ‘ফিজিক্স ওয়ালা’। তাঁর লক্ষ্য ছিল একটাই: সহজে, সস্তায় গুণগত মানসম্পন্ন শিক্ষা লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।
আজ সেই ফিজিক্সওয়ালাই দেশের অন্যতম বড় এড-টেক ইউনিকর্ন সংস্থা। একচালার বাড়ি থেকে উঠে আসা আলাখ পান্ডের সম্পত্তি এক বছরে ২২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তাঁকে ভারতের ধনী তালিকায় দ্রুত এগিয়ে দিয়েছে। ২০২৪ সালের তুলনায় এ বছর তাঁর সম্পত্তি বেড়েছে ৭১ শতাংশ।
সংস্থার আয়ও রেকর্ড বৃদ্ধি
শুধু আলাখ পান্ডের ব্যক্তিগত সম্পত্তিই নয়, তাঁর সংস্থা ‘ফিজিক্সওয়ালা’-র আয়ও বিপুল বেড়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার আয় ছিল ১,৯৪০ কোটি টাকা, সেখানে ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৮৬ কোটি টাকায়। একই সঙ্গে, সংস্থার ক্ষতির পরিমাণও ১,১৩১ কোটি টাকা থেকে কমে ২৪৩ কোটি টাকায় নেমে এসেছে।
আলাখ পান্ডের এই উত্থান প্রমাণ করে দিয়েছে যে, অধ্যবসায় আর একটি সঠিক লক্ষ্য কীভাবে দেশের ‘বাদশা’-কেও টপকে যেতে পারে।