“উত্তম কুমারকে নিয়ে সুচিত্রা-সুপ্রিয়ার কি সত্যিই টানাপোড়েন ছিল? মহানায়িকার ‘অহংকার’ নিয়ে মুখ খুললেন বেণুদি— কী ঘটেছিল প্রথম সাক্ষাতে?”

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং মহানায়ক উত্তম কুমারের প্রেমিকা হিসেবে পরিচিত সুপ্রিয়া দেবী (বেণুদি)। তাঁর এবং উত্তম কুমারের সম্পর্ক নিয়ে যখন টলিউড সর্বদা সরগরম থাকত, ঠিক সেই সময়ই গুঞ্জন চলত যে, উত্তমকে নিয়ে নাকি সুচিত্রা সেনের সঙ্গে সুপ্রিয়ার নিত্য টানাপোড়েন চলত। তবে সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে এই সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সুপ্রিয়া দেবী নিজেই খোলসা করেছেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তাঁর অকৃত্রিম বন্ধুত্বের কথা।

গুঞ্জন উড়িয়ে দিলেন বেণুদি
ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের কাছেই সুপ্রিয়া চৌধুরী শুনেছিলেন যে সুচিত্রা সেনের নাকি দারুণ অহংকার। রাগ থাকত নাকের ডগায়, আর পরিচিত মানুষ ছাড়া তিনি কারও সঙ্গে দেখাও করতেন না। তাই মনে মনে ইচ্ছে থাকলেও, সুচিত্রার সঙ্গে আলাপ করা সম্ভব হবে না বলেই ভাবতেন তিনি।

কিন্তু সেই ধারণা বদলে গিয়েছিল তাঁদের প্রথম সাক্ষাতে। সুপ্রিয়া দেবী জানিয়েছিলেন, ১৯৫৪ সালে উত্তম-সুচিত্রার সুপারহিট ছবি ‘অগ্নিপরীক্ষা’ দেখার পর থেকেই তাঁর সুচিত্রার সঙ্গে আলাপ করার ইচ্ছা জাগে।

ময়রাস্ট্রিটের বাড়িতে জমজমাট আড্ডা
সুপ্রিয়া জানিয়েছিলেন, পরিচালক নির্মল দে-কে তিনি সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করার ইচ্ছের কথা জানান। নির্মল দে-র ‘বসু পরিবার’ ছবির সেটে সিঁথির মোড়ের এমপি স্টুডিওতে হঠাৎই সুচিত্রা সেনের সঙ্গে দেখা হয় তাঁর। সুচিত্রার সৌন্দর্যের চেয়ে তাঁর ব্যক্তিত্বই সুপ্রিয়াকে সেদিন বেশি আকর্ষণ করেছিল। নির্মল দে-র উদ্যোগেই তাঁদের প্রথম আলাপ হয়।

সুপ্রিয়া বলেন, তিনি সুচিত্রাকে ‘রমাদি’ বলেই ডাকতেন। তিনি মজা করে উত্তমকে বলেছিলেন, “তোমাদের নিয়ে কত কথা হয় ইন্ডাস্ট্রিতে। কই রমাদি তো অমন নয়, তোমাদের দুজনের এই বন্ধুত্ব দেখলে আমার হিংসে হয়।”

সুপ্রিয়া দেবীর পুরনো সাক্ষাৎকার থেকে জানা যায়, তাঁদের ময়রাস্ট্রিটের বাড়িতে রমাদি অনেকবার এসেছেন। ডিনার টেবিলে বসে উত্তম, সুচিত্রা আর সুপ্রিয়া দেবীর জমজমাট আড্ডা চলত। সুপ্রিয়ার হাতের রান্না রমাদি খুব ভালো খেতেন, বিশেষ করে চচ্চড়ি ছিল তাঁর খুব প্রিয়। রমাদির জন্মদিনে সুপ্রিয়া এবং উত্তম প্রতি বছর নিয়ম করে তাঁর প্রিয় লিলি ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানাতেন।

এই স্মৃতিচারণায় স্পষ্ট, টলিউডের দুই সেরা নায়িকার মধ্যে কোনো ঠান্ডা লড়াই নয়, বরং ছিল এক দারুণ বন্ধুত্বের সমীকরণ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy