তিনি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইশ গজে ঝড় তোলার পর বিনোদন জগতেও তিনি একজন হিট মুখ। অভিনয়, সঞ্চালনা কিংবা বিজ্ঞাপনে সব জায়গায় সৌরভ মানেই দর্শকের বাড়তি আকর্ষণ। সেই সুপারস্টার দুর্গাপূজায় কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ভিড়ে মিশে যান। আর তাই দশমীতে তাঁর পাড়া বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নার থাকে উৎসবপ্রেমীদের ভিড়ে টইটম্বুর।
এবারও মায়ের বিদায় বেলায় সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন মহারাজ। পুজোর চারদিনই তিনি জমিয়ে রাখলেন মণ্ডপ। কখনও নিজে ঢাক বাজিয়ে, আবার কখনও ঢাকের তালে পা মিলিয়ে। তবে দশমীর বিসর্জনে তিনি সকলের সামনে এনে দিলেন এক দারুণ সারপ্রাইজ।
সানার সঙ্গে বাবার নাচ!
মাতৃপ্রতিমার বিসর্জন উপলক্ষে পাড়ার রাস্তায় নেমে, মেয়ে সানার (Sana Ganguly) সঙ্গে নাচ ধরলেন সৌরভ। মুহূর্তেই সেখানে ভিড় জমল উৎসুক জনতার। পাড়ার পুজোয় পাঁচজনের মতো তিনিও ভাসলেন বিসর্জনের আনন্দে।
সানা, যিনি বর্তমানে চাকরি করছেন, তিনি ছুটি নিয়ে বাবার সঙ্গে এই আনন্দ উৎসবে মেতে সকলের নজর কেড়েছেন। সাবেকি পোশাকে সানা ও সৌরভ দিব্যি ছুটি কাটাতে দেখা গেল। কখনও নাচ, কখনও আবার সেই আনন্দের মুহূর্ত তাঁরা ক্যামেরা বন্দি করে রাখলেন। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়কে দেখা যায়নি।
উল্লেখ্য, পুজোর আগে থেকেই সৌরভ তাঁর নতুন পোশাকের ব্র্যান্ড ‘সৌরাভ্য’ লঞ্চ করার কারণে চর্চায় ছিলেন। যার আনুষ্ঠানিক উদ্বোধনে ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। টেলিভিশন এবং ব্যবসার ক্ষেত্রে একের পর এক নতুন উদ্যোগ নিয়ে তিনি বরাবরই সংবাদের শিরোনামে থাকেন।