কেটি হোমসের থেকেও বেশি উচ্ছ্বসিত টম! গোপনে প্রেম, প্রকাশ্যে ‘মিশন ইম্পসিবল’-এর চেয়েও বড় বিয়ের আয়োজন!

নিকোল কিডম্যান-কিথ আরবান-এর বিচ্ছেদের চর্চার মধ্যেই হলিউডে এখন টম ক্রুজ (Tom Cruise) এবং আনা দে আরমাসের (Ana de Armas) সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে। শোনা যাচ্ছে, এই তারকা জুটির বিয়ের পরিকল্পনা এতটাই রোমাঞ্চকর যে তা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’-এর স্টান্টকেও হার মানাবে!

হলিউড সংবাদমাধ্যম রেডার অনলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সী ‘টপ গান’ তারকা টম ক্রুজ এবং ৩৭ বছর বয়সী কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস তাঁদের বিয়ের জন্য একেবারেই ‘আউট অফ দ্য বক্স’ কিছু করতে চাইছেন।

অ্যাডভেঞ্চারের টানে বিয়ে হবে আকাশপথে?
একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, “তাঁদের দু’জনকে এক করেছে অ্যাডভেঞ্চারের প্রতি দু’জনেরই একই রকমের ভালবাসা।” সে কারণেই তাঁরা এমন এক বিয়ে চাইছেন, যা আগে কখনও কেউ দেখেনি।

সূত্রের খবর অনুযায়ী, টমের মহাকাশ ভ্রমণের প্রতি অদম্য উৎসাহ থাকায়, মহাকাশে প্রথম দম্পতি হিসেবে বিয়ে করার আইডিয়াও ঘুরছে তাঁদের মাথায়! আবার কখনও তাঁরা আকাশে প্যারাশুট জাম্প দিয়ে মাঝ-আকাশে শপথ নেওয়ার কথাও ভেবেছেন!

গোপনে প্রেম, প্রকাশ্যে উচ্ছ্বাস
এই বছরের শুরুতেই টম ও আনার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জুলাই মাসে ভারমন্ট শহরে একসঙ্গে হাত ধরে হাঁটাহাঁটির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের প্রেমের খবর নিশ্চিত হয়। টম তাঁর সম্পর্ক নিয়ে বরাবরই সতর্ক হলেও, ফিসফাস, এবার নাকি তিনি তাঁর প্রাক্তন স্ত্রী কেটি হোমসের প্রেমে পড়ার সময় যতটা উচ্ছ্বসিত ছিলেন, তার থেকেও অনেক বেশি উচ্ছ্বসিত।

তবে সমালোচনা এড়াতেই তাঁরা প্রকাশ্যে অতটা বড়াই করছেন না। তবে সূত্র জানাচ্ছে, যেদিন বিয়ে হবে, সেদিন তাঁরা আড়ম্বরপূর্ণ বিয়ে করতে চান এবং মানুষ কী বলবে তা নিয়ে তাঁরা একেবারেই ভাবিত নন।

পেশাগত রসায়নও তুঙ্গে
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, পেশাগতভাবেও এই জুটির রসায়ন জমে উঠছে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি ‘ডিপার’ নামের এক সুপারন্যাচারাল ওশান থ্রিলারে একসঙ্গে অভিনয় করার পরিকল্পনা করছেন। মে মাসে ‘গুড মর্নিং আমেরিকা’-তে হাজির হয়ে আনা টমকে নিয়ে বলেছিলেন, “ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ মজার। আমরা একসঙ্গে কিছু প্রজেক্টে কাজ করছি।”

টম ক্রুজ এর আগে তিনবার বিয়ে করেছেন—মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসকে। প্রতিটি সম্পর্কই বড়সড় আড়ম্বরের সঙ্গে শুরু হলেও শেষ হয়েছে তুমুল নাটকীয়ভাবে। তাই এবার আনা দে আরমাসের সঙ্গে তাঁর নতুন অধ্যায় নিয়ে গুঞ্জন আরও তুঙ্গে।

হলিউড এখন একটাই প্রশ্নে সরগরম—টম আর আনার বিয়ে কি সত্যিই মহাকাশে হবে, না কি মাঝ-আকাশে প্যারাসুট জাম্প দিয়ে? তবে যাই হোক, তাঁদের প্রেমের গল্প ইতিমধ্যেই একেবারে ‘মিশন ইম্পসিবল’-এর মতো রোমাঞ্চকর!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy