মহিলা বিশ্বকাপে স্পিনারদের দাপট! মাত্র ৬৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, ২২১ বল বাকি থাকতে বিরাট জয় ইংল্যান্ডের

মহিলা বিশ্বকাপের সূচনালগ্নেই ১০ উইকেটের বিরাট জয় ছিনিয়ে নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুক্রবার স্পিনারদের দুরন্ত দাপটে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ইংল্যান্ড মাত্র ১৪.১ ওভার খরচ করে কোনো উইকেট না হারিয়ে সেই সহজ লক্ষ্য তুলে নেয়। এই দাপুটে জয়ের ফলে ২১৯ বল বাকি থাকতে লিগ টেবলের শীর্ষে উঠে এল ন্যাট শিভার ব্রান্টের দল।

ম্যাচটি গড়াল মাত্র ৩৪.৫ ওভার। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংরেজ অধিনায়ক শিভার ব্রান্ট। বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে দক্ষিণ আফ্রিকা— তাদের ইনিংস শেষ হয় মাত্র ২০.৪ ওভারে। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ রানে অলআউট হওয়াটাই বিশ্বকাপে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর। উইকেটরক্ষক সিনালো জাফটা’র ২২ রান (৩৬ বলে) ছাড়া আর কোনও প্রোটিয়া ব্যাটার এদিন দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

স্পিনারদের দাপট ও ম্যাচের সেরা:
ইংল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিতেই ধসে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

ম্যাচের সেরা হন বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ, যিনি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন।

আরও দুই স্পিনার সোফি এক্লেস্টোন এবং শার্লি ডিন নেন দু’টি করে উইকেট। অর্থাৎ, সাতটি উইকেটই ভাগ করে নেন ইংরেজ স্পিনাররা।

বাকি তিন উইকেটের মধ্যে দুটি নেন অধিনায়িকা শিভার ব্রান্ট এবং একটি পান লরেন বেল।

বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়:
বল বাকি থাকার নিরিখে এটি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের তৃতীয় বৃহত্তম জয়। এর আগে ২০১৪ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৪৩ বল বাকি থাকতে জিতেছিল তারা, যা ছিল তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই ইংরেজ ওপেনার ট্যামি বিউমন্ট (অপরাজিত ২১) এবং অ্যামি জোন্স (অপরাজিত ৪০) বিনা উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। আগামী মঙ্গলবার রাউন্ড রবিন পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy