চলতি বছরে একাধিক নৃশংস হত্যাকাণ্ডে নীল ড্রামের ব্যবহার সামনে আসার পর, এবার মধ্যপ্রদেশের দেওয়াস জেলাতেও একই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এক তরুণীর হাত-পা বাঁধা পচাগলা দেহ উদ্ধার হলো একটি নীল ড্রাম থেকে। মৃতার পরনে ছিল গরবার পোশাক। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম লক্ষিতা চৌধুরী (২২), তিনি দেওয়াস জেলার বাসিন্দা। ঘটনার তিন দিন আগে, গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে পরিবারের তরফে মিসিং ডায়রি করা হয়।
দুর্গন্ধেই ফাঁস হলো রহস্য:
বৈশালী অ্যাভিনিউ কলোনিতে অভিযুক্ত মোনুর (৩৫) বাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীল ড্রাম থেকে তরুণীর চাদরে মোড়ানো দেহ উদ্ধার করে।
আশ্চর্যের বিষয় হলো, অভিযুক্ত মোনু নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। তিনি স্বীকার করেন, লক্ষিতাকে হাত পা বাঁধা অবস্থায় নীল ড্রামে ডুবিয়ে খুন করেছেন।
খুনের কারণ: অন্য সম্পর্ক
পুলিশি জেরায় মোনু স্বীকার করেছেন যে, তিনি লক্ষিতাকে ভালোবাসতেন, কিন্তু তরুণী অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। এই রাগ থেকেই তিনি লক্ষিতাকে খুন করেছেন।
লক্ষিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।