ডিভিসি (DVC) কর্তৃক রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার ঘটনাকে ‘ম্যানমেড বন্যা’ এবং বাংলাকে চক্রান্ত করে বানভাসি করার চেষ্টা বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে ফের সরব হলো তৃণমূল কংগ্রেস। বিশেষত উৎসবের সময়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব চরম হুঁশিয়ারি দিয়েছে।
‘কমিটিতে লোক থাকলেও কথা বলে না’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে ‘পরিকল্পনা করে চক্রান্ত’ বলে উল্লেখ করার পর, তৃণমূলের পক্ষ থেকে ডিভিসির বিরুদ্ধে তোপ দাগা হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রতিবারই এই সংস্থা জল ছেড়ে বাংলাকে বিপদে ফেলার চেষ্টা করে।
নিয়ম অনুযায়ী ডিভিসির কমিটিতে রাজ্য সরকারের লোক থাকা সত্ত্বেও তাদের সঙ্গে কোনো সময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় না বলে অভিযোগ করা হয়েছে। ‘কমিটিতে লোক থাকলে কি হবে? কোন সময় তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়?’— প্রশ্ন তুলেছে তৃণমূল।
‘বাংলা বিরোধীদের বিসর্জন হবেই’
ডিভিসি বিতর্কের রাজনৈতিক দিক তুলে ধরে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, বাংলার মানুষ বা বাংলাকে বানভাসি করা যাবে না। এর সাথে আসন্ন নির্বাচনকে জুড়ে দিয়ে তারা চরম হুঁশিয়ারি দিয়েছে:
“বাংলার মানুষ বা বাংলাকে বানভাসী করা যাবে না। ২৪-এর নির্বাচনে এদের বানভাসি হয়েছে। যা কিছু অবশিষ্ট জমিদাররা এখানে রয়েছে সেইসব আবর্জনাও ২৬-এর নির্বাচনে বানভাসি হবে। বিসর্জন হবেই বিসর্জন আটকানো যাবে না কিন্তু সেই বিসর্জন হবে বাংলা বিরোধীদের।”
এই মন্তব্যের মাধ্যমে তৃণমূল স্পষ্ট করে দিয়েছে যে ডিভিসির জল ছাড়ার এই ঘটনাকে তারা কেন্দ্রীয় বঞ্চনার অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরে আগামী লোকসভা (২০২৪) এবং বিধানসভা (২০২৬) নির্বাচনে জোরদার প্রচার চালাবে।