হঠাৎ ঝড়ের দাপট! সন্দেশখালিতে একাধিক বাড়িঘর ও ফসল নষ্ট, ক্ষতিগ্রস্তদের কী আশ্বাস দিলেন বিধায়ক সুকুমার মাহাতো?

দুর্গাপূজার দশমীর দিনেই প্রকৃতির চরম রোষের মুখে পড়ল সন্দেশখালি। হঠাৎ শুরু হওয়া কয়েক মিনিটের এক ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এই এলাকা। ঝড়ের দাপটে একাধিক বাড়িঘর ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উৎসবের দিনে এমন দুর্যোগের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন বহু গ্রামবাসী।

ঝড়ের খবর পেয়েই তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি দ্রুত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, ঝড়টি কয়েক মিনিটের জন্য হলেও তার তীব্রতা বেশি থাকায় কাঁচা বাড়িগুলির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিধায়ক সুকুমার মাহাতো ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সরকারি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy