পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নৃশংস খুন! মহিলাকে ‘স্ত্রী’ সাজিয়ে ৫ কোটির বিমা হাতানোর ছক, কর্নাটকে কাঁপানো ঘটনা

জীবন বিমার ৫.২ কোটি টাকা হাতানোর লোভে এক আংশিক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা গোটা ঘটনাটিকে একটি হিট-অ্যান্ড-রান দুর্ঘটনার মতোই সাজিয়েছিল, তবুও কর্নাটক পুলিশের হাত থেকে রক্ষা হলো না। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম গঙ্গাধর (৩৪)। তাঁর নামে ৫.২ কোটি টাকার জীবন বিমা ছিল। অভিযুক্তরা এই বিপুল অঙ্কের কথা জানার পরই টাকা হাতানোর ছক কষতে শুরু করে।

যেভাবে সাজানো হয়েছিল খুনের নাটক:
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা গঙ্গাধরকে শহরের বাইরে নিয়ে গিয়ে প্রথমে খুন করে। এরপর মৃতদেহটি বাইকের উপর রেখে এমনভাবে ধাক্কা দেওয়া হয়, যাতে দেখে মনে হয় এটি একটি সাধারণ দুর্ঘটনা।

খুনের পর এই গ্যাংয়ের দলের এক মহিলা, হুলিগেম্মা, নিহত যুবকের স্ত্রী পরিচয় দিয়ে বিমার কাগজ জমা দেওয়ার চেষ্টা করেন।

বিজয়নগর জেলার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ জানান, ২৮ সেপ্টেম্বর ভোরে সানডুর রোডে একটি হিট-অ্যান্ড-রান ঘটনার রিপোর্ট আসে। পরে মৃতদেহের পরিচয় নিশ্চিত হলে নিহত গঙ্গাধরের আসল স্ত্রী শারাদাম্মাকে থানায় ডেকে আনা হয়।

যেখান থেকে সন্দেহ ঘনীভূত:
শারাদাম্মা থানায় অভিযোগ দায়ের করার পর জানান, ছয় বছর আগে গঙ্গাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তিন বছর আগে স্ট্রোকের কারণে গঙ্গাধরের বাঁ দিকের শরীর আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, গঙ্গাধরের নিজের কোনও দু’চাকার গাড়িই ছিল না, যা এই হিট-অ্যান্ড-রান মামলাটিকে প্রথম থেকেই সন্দেহজনক করে তুলেছিল। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ এই চক্রকে ধরে ফেলে এবং ছয়জনকে গ্রেফতার করে। অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাইকও জব্দ করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy