পরিবেশ-বান্ধব চেতনা ও স্থায়িত্বকে মণ্ডপে মূর্ত করে তোলার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ JSW পেন্টস-এর নিবেদন ‘JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ABP আনন্দ-এর সহযোগিতায় এই স্বতন্ত্র উদ্যোগ এবার তার তৃতীয় মরশুমে আরও জাঁকজমকের সঙ্গে হাজির হয়েছিল।
২০২৫ সালের বিজয়ীদের তালিকায় রয়েছে কলকাতার তিনটি জনপ্রিয় পুজো কমিটি:
দমদম তরুণ দল
দমদম পার্ক তরুণ সঙ্ঘ পুজো কমিটি
রেলপুকুর ইউনাইটেড ক্লাব
কলকাতার যে সকল পুজো মণ্ডপগুলি স্থায়িত্ব (Sustainability) ও পরিবেশ-বান্ধব চেতনাকে তাদের থিম বা শিল্পকর্মে তুলে ধরেছে, তাদের কাজকে সম্মান জানিয়েছে এই পুরস্কার।
গত বছর, ঐতিহ্য ও পরিবেশগত দায়বদ্ধতা রক্ষার বিষয়ে অনন্য উদযাপন করেছিল এমন প্রায় দেড়শোটি ক্লাব এই উদ্যোগে সামিল হয়েছিল। তার মধ্যে বাছাই করা কুড়িটি ক্লাব ও তাদের অনবদ্য উদ্যোগকে সম্মান জানিয়েছিল JSW বিশ্বধারিণী পুরস্কার।
JSW পেন্টস গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে, তাদের এই উদ্যোগ ‘JSW বিশ্বধারিণী পুরস্কার’-এর তৃতীয় সিজ়নটি ছিল “আরও বড়, আরও সবুজ এবং আরও বেশি চমৎকার।” পরিবেশ সুরক্ষার বার্তাকে সামনে রেখে বাংলার দুর্গাপূজা এবার পেয়েছে এক নতুন মাত্রা।