আধার আপডেটে বড়সড় টাকার অঙ্ক গুনতে হবে! আজ থেকেই কার্যকর নতুন নিয়ম, খরচ বাড়ল কত টাকা?

আধার কার্ড (Aadhaar Card) আপডেটের নিয়মে বড়সড় পরিবর্তন আনল ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এখন থেকে আধার কার্ডে তথ্য আপডেট, ঠিকানা পরিবর্তন বা নাম-পদবী সংশোধনের ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হবে। এই নতুন নিয়ম অক্টোবর মাসের ১ তারিখ থেকেই কার্যকর করা হয়েছে।

জানা গিয়েছে, এই বর্ধিত ফি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের অক্টোবর মাস পর্যন্ত কার্যকর থাকবে।

কত টাকা বাড়ল খরচ?
আধার কার্ডে বিভিন্ন ধরনের আপডেটের জন্য বর্ধিত ফি-এর তালিকা নিচে দেওয়া হলো:

আপডেটের প্রকার আগের খরচ (টাকা) বর্তমান খরচ (টাকা)
নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর পরিবর্তন/আপডেট ৫০ টাকা ৭৫ টাকা
চোখের রেটিনা, ছবি, আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক আপডেট ১২৫ টাকা ১৫০ টাকা
বায়োমেট্রিক আপডেট (৫ থেকে ৭ বছর ও ১৫ থেকে ১৭ বছর বয়সীদের) সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে

Export to Sheets
তবে শুধু বায়োমেট্রিক আপডেটের জন্য কোনো টাকা খরচ হবে না।

বাড়িতে বসে আপডেটে বিপুল খরচ
যেসব ব্যক্তি আধার সেন্টারে গিয়ে কার্ড আপডেট করাতে পারছেন না, তাঁদের জন্য বাড়ি থেকে আধার আপডেটেরও ব্যবস্থা রয়েছে। তবে এর খরচ বিপুল:

একজনের আধার আপডেট: জিএসটি সহ খরচ পড়বে ৭০০ টাকা।

একাধিক আধার আপডেট: একজনের বেশি আধার আপডেট করাতে হলে প্রতিটির জন্য অতিরিক্ত ৩৫০ টাকা করে দিতে হবে।

এই বর্ধিত ফি-এর কারণে সাধারণ মানুষের আধার কার্ড আপডেটের খরচ অনেকটাই বাড়ল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy