আবেগের নাম জুবিন, মৃত্যু কি ষড়যন্ত্র? গায়কের অটোপসি রিপোর্ট এলো ভারতে, ‘অবহেলায় মৃত্যু’র ধারা যুক্ত FIR-এ

সিঙ্গাপুরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ও ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে যেখানে প্রথমে অসুস্থতার জল্পনা ছিল, এখন সেখানে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বুধবার দিল্লিতে গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করে গুয়াহাটিতে আনা হয়েছে।

গ্রেফতার ও ১৪ দিনের পুলিশ হেফাজত
অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, দুই জনকেই আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এরপর থেকেই দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা চলছে।

পুলিশ সূত্রে খবর, জুবিনের ম্যানেজার ও আয়োজকের বিরুদ্ধে এফআইআর-এ নতুন যুক্ত হয়েছে বিএনএস-এর ১০৩ ধারা। তাঁদের বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

স্ত্রীর আশঙ্কা: সাঁতার ও পিকনিক কি ছিল ষড়যন্ত্র?
জুবিন গর্গ ছিলেন সঙ্গীতপ্রেমী মানুষের কাছে একটি আবেগের নাম। তাঁর অকালমৃত্যু শুধুই অসুস্থতা নাকি গভীর ষড়যন্ত্রের শিকার, তা জানতে উৎসুক সকলে।

সিএনএন নিউজ18-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুবিনের স্ত্রী গরিমা গর্গ তাঁর স্বামীর মৃত্যু নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তাঁর দাবি:

ক্লান্তি সত্ত্বেও পিকনিক: গায়ক ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁকে পিকনিক এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল।

হঠাৎ প্ল্যান?: মৃত্যুর আগের রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছিল, কিন্তু তিনি পিকনিকের কোনো পরিকল্পনার কথা জানাননি। তাই গরিমা সন্দেহ প্রকাশ করেছেন, তাহলে কি হঠাৎ করেই হয় এই প্ল্যান? তিনি স্বামীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবহেলা হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন।

সিঙ্গাপুরের অটোপসি রিপোর্ট ভারতে
সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে, ভারতীয় দূতাবাসের অনুরোধে তারা জুবিন গর্গের অটোপসি (ময়নাতদন্ত) রিপোর্ট সহ প্রাথমিক তদন্তের সব রিপোর্টের কপি ভারতে পাঠিয়েছে।

সিঙ্গাপুরে করা ময়নাতদন্তের রিপোর্টে প্রথমে বলা হয়েছিল, সঙ্গীতশিল্পীর মৃত্যুর নেপথ্যে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি পুলিশ। যদিও একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, জুবিনের মৃত্যু স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে হয়েছে। হাই কমিশনের কাছে আসা এই রিপোর্টে ঠিক কী তথ্য আছে, সেদিকেই এখন তাকিয়ে জুবিন-ভক্তরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy