দুর্গাপুরের শিল্পাঞ্চল যেন দুর্গাপূজার সময় হয়ে উঠেছিল এককথায় দেশ-বিদেশের সংস্কৃতির মিলনক্ষেত্র। বিগ বাজেটের পুজো কমিটিগুলি প্রতি বছরই অভিনব থিমের লড়াইয়ে নামে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। থাইল্যান্ডের স্থাপত্য, পঞ্জাবের ঐতিহ্য থেকে শুরু করে বাংলার হস্ত ও কুটির শিল্পের নিদর্শন – সব কিছুর স্বাদই মিলেছে দর্শনার্থীদের।
বিদেশের সংস্কৃতি এবার দুর্গাপুরের মণ্ডপে
বেশ কয়েকটি পুজো কমিটির থিম এবার আন্তর্জাতিক এবং জাতীয় মানচিত্রে নজর কেড়েছে:
মার্কনি দক্ষিণপল্লী: এই পুজো কমিটির থিম ছিল থাইল্যান্ডের বিখ্যাত ‘স্যাংচুয়ারি অব ট্রুথ’ মিউজিয়াম। মেদিনীপুরের সুখ্যাত শিল্পী সুতানু মাইতির হাতে তৈরি মণ্ডপ চত্বরে বেজে চলেছে থাইল্যান্ডের মন শান্ত করা সুর। তৃতীয়া থেকেই এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অগ্রণী সাংস্কৃতিক পরিষদ: তাদের থিম ছিল থাইল্যান্ডের বৃহত্তম বৌদ্ধ মন্দির ‘ওয়াট অরুণ’। গগনচুম্বী এই মণ্ডপের উচ্চতা ছিল প্রায় ১৫০ ফুট, যা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে সিটিসেন্টার সংলগ্ন এলাকায়।
দুর্গাপুর উর্বশী সর্বজনীন: এই কমিটির থিমে এবার এসেছিল এক টুকরো পঞ্জাব। ৮০ ফুট উচ্চতার সোনালী রঙের নজরকাড়া দুর্গিয়ানা মন্দির দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে।
বাংলার কৃষ্টি ও জগন্নাথ ধামের আকর্ষণ
বিদেশি থিমের পাশাপাশি বাংলার ঐতিহ্য ও শিল্পের প্রদর্শনও ছিল নজরকাড়া।
চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব: সিটিসেন্টারের এই মণ্ডপটি ছিল সম্পূর্ণভাবে বাংলার হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মিলনক্ষেত্র। বাঁশ, বেত, শুকনো ডালপালা, হোগলা পাতা, পাট, কাপড়, ডোকরার মূর্তি সহ নানান প্রাকৃতিক সামগ্রী দিয়ে মণ্ডপ গড়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। এককথায় বাংলার সমস্ত রকমের লোকশিল্পের নিদর্শন মিলেছে এখানে।
শঙ্করপুর সর্বজনীন: এই কমিটির চোখ ধাঁধানো থিম ছিল দিঘার জগন্নাথ ধাম মন্দির। হুবহু দিঘার জগন্নাথ মন্দির গড়ে তোলার পাশাপাশি সেখানে জগন্নাথদেবের ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল। দর্শনার্থীদের কাছে এটি যেন শহরে বসেই তীর্থক্ষেত্র ভ্রমণের অভিজ্ঞতা।
ডুমুরতলা সর্বজনীন: দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটির এবারের থিম ছিল ‘পরিবেশ’। প্রাকৃতিক সামগ্রী দিয়েই গড়ে তোলা হয়েছিল বিশালাকার মণ্ডপ, যা পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে শিল্পাঞ্চলের মানুষকে।
পুজোর এই দিনগুলিতে দুর্গাপুর যেন শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক মহা-উৎসবে মেতে উঠেছিল।