আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে আরসিবি (RCB)-র সেলিব্রেশন চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে যখন দেশজুড়ে শোকের আবহ, তখনই দলটির মালিকানা নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (USL)।
আদার পুনাওয়ালার হাতে যেতে পারে মালিকানা
বিভিন্ন সূত্র ও জল্পনা অনুসারে, এই মুহূর্তে সিরাম ইনস্টিটিউটের সিইও (CEO) আদার পুনাওয়ালা দলটি কিনতে পারেন।
যদিও এর আগে আরসিবি-র মূল সংস্থা ডিয়াজিও (ইউএসএল যার সহায়ক সংস্থা) এই বিক্রির গুজবকে অস্বীকার করেছিল, কিন্তু আইপিএল-এর প্রথম কমিশনার ললিত মোদীর একটি পোস্ট এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
ললিত মোদীর পোস্টে জল্পনা নিশ্চিত
আইপিএল-এর প্রথম কমিশনার ললিত মোদী তাঁর ‘এক্স’ (পূর্বে টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নিশ্চিত করেছেন যে, মালিকরা অবশেষে দলটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আরসিবি-র বিপুল ফ্যানবেস এবং সাম্প্রতিক সাফল্যের কারণে দলটি এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় দল।
CNBC TV18-এর রিপোর্ট অনুযায়ী, USL প্রায় ২ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৭৬২ কোটি টাকা) আরসিবি দল বিক্রি করতে চাইছে।
আইপিএল ট্রফি জেতার পরই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং তার পরপরই দল বিক্রির এই খবর, আরসিবি সমর্থকদের মধ্যে একই সঙ্গে আনন্দ ও উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও পদপিষ্ট হওয়ার দায় কর্ণাটক সরকার আরসিবি কর্তৃপক্ষের উপর চাপিয়েছে এবং এই ঘটনায় বিরাট কোহলির দিকেও ইঙ্গিত করা হয়েছে। এই পরিস্থিতিতে মালিকানা বদলের প্রক্রিয়াটি কোন পথে যায়, এখন সেটাই দেখার।