জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মজয়ন্তী আজ (২ অক্টোবর)। এই বিশেষ দিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল।
রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক বিবৃতি জারি করে প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করেছেন।
রাজ্যপালের শ্রদ্ধার্ঘ্য:
বিবৃতিতে বলা হয়েছে, “লাল বাহাদুর শাস্ত্রীর জীবন ছিল সরলতা, নৈতিক শক্তি আর জনসেবার প্রতি অগাধ নিষ্ঠার উদাহরণ। তাঁর স্মৃতি আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
তাঁর দেওয়া অমর স্লোগান “জয় জওয়ান, জয় কিসান”-এর কথা বিশেষভাবে উল্লেখ করে জানানো হয় যে, এই স্লোগান আজও দেশবাসীর হৃদয়ে গভীরভাবে বেঁচে আছে।
এই দিনে রাজ্যপাল ও তাঁর আধিকারিকেরা সকলে মিলে শপথ নেন:
“আমরা সকলে শপথ নিই, আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার জন্য একসাথে কাজ করব।”
প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আদর্শ এবং দেশের প্রতি তাঁর অবদানকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান।