বিজয়া দশমীর দিনে ভুজ এয়ারবেস থেকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট বার্তা দেন, স্যার ক্রিক (Sir Creek) এলাকায় কোনো ধরনের দুঃসাহস দেখালে ভারত তার কঠোর জবাব দেবে। তাঁর হুঁশিয়ারি এতটাই তীব্র ছিল যে তিনি বলেন, এমন জবাব হবে যাতে পাকিস্তানের ইতিহাস ও ভূগোলই বদলে যাবে।
স্যার ক্রিক থেকে লাহোর পর্যন্ত হুঁশিয়ারি
সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশে দেওয়া ভাষণে রাজনাথ সিং ১৯৬৫ সালের যুদ্ধের উদাহরণ টেনে আনেন। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতীয় সেনা তখন লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “স্যার ক্রিক এলাকায় কোনো দুঃসাহস দেখালে ভারত তার কঠোর জবাব দেবে। এমন জবাব হবে যে পাকিস্তানের ইতিহাস ও ভূগোলই বদলে যাবে।”
সীমান্তে সামরিক তৎপরতা ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ
রাজনাথ সিং পাকিস্তানের সীমান্তে বাড়তি সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, অতীতে পাকিস্তান ‘অপারেশন সিঁদুর’-এ ব্যর্থ হয়েছিল। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখনও চলছে।
বিজয়া দশমীর পবিত্র দিনে প্রতিরক্ষামন্ত্রী সেনাদের সাহস ও ত্যাগের ভূয়সী প্রশংসা করে জওয়ানদের অভিনন্দন জানান এবং দেশরক্ষায় তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তাঁর এই কড়া বার্তা স্পষ্ট করে দিল যে, সীমান্ত রক্ষায় ভারত কোনো আপস করবে না।