বলিউডের ‘বাদশাহ’-র আসল শক্তি ‘রেড চিলিজ’! সম্পত্তির পাহাড় জমালেন SRK, কীভাবে হলো ১২ হাজার কোটির মালিক?

এবার সম্পত্তির পরিমাণের নিরিখেও বলিউডের ‘বাদশাহ’ তকমা আরও মজবুত করলেন শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকা অনুযায়ী, অভিনেতা শাহরুখ খান এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি টাকা!

শাহরুখের এই বিপুল ধনসম্পদের মূল উৎস হলো তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘জওয়ান’-এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। এছাড়াও, তাঁর ছেলে আরিয়ান খান পরিচালিত সাম্প্রতিক ওয়েব সিরিজ **’দ্য ব্যাডস অফ বলিউড’**ও এই সংস্থার তৈরি।

শাহরুখের আয়ের মূল উৎস কী?
কেবল প্রযোজনা সংস্থাই নয়, শাহরুখ ও তাঁর পরিবারের ব্যবসায়িক পোর্টফোলিও বেশ বৈচিত্র্যময়:

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর মালিকানা।

একটি বড় মদের সংস্থায় তাঁর বড়সড় শেয়ার রয়েছে।

পাশাপাশি, বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের প্রচার থেকেও তাঁর বিপুল আয় হয়।

ভারতের ধনী অভিনেতাদের তালিকায় কারা?
শাহরুখের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর বহু ছবির সহ-অভিনেত্রী এবং কলকাতা নাইট রাইডার্স-এর সহ-মালিক জুহি চাওলা।

স্থান অভিনেতা/পরিচালক সম্পত্তির পরিমাণ আয়ের প্রধান উৎস
১ম শাহরুখ খান ১২,৪৯০ কোটি টাকা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, KKR ও অন্যান্য বিনিয়োগ
২য় জুহি চাওলা ৭,৭৯০ কোটি টাকা KKR-এর সহ-মালিকানা ও ব্যবসায়িক অংশীদারিত্ব
৩য় হৃতিক রোশন ২,১৬০ কোটি টাকা ছবির পারিশ্রমিক, ব্র্যান্ড প্রচার ও ফিটনেস ব্র্যান্ড HRX
৪র্থ করণ জোহর ১,৮৮০ কোটি টাকা প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস
৫ম অমিতাভ বচ্চন (ও পরিবার) ১,৬৩০ কোটি টাকা একাধিক জায়গায় বিনিয়োগ ও অভিনয়

Export to Sheets
ভারতের সম্পদ মানচিত্রে বড় উত্থান
‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর এই রিপোর্টে ভারতের সামগ্রিক ধনসম্পদের উত্থানের চিত্রটিও উঠে এসেছে:

ভারতের ধনীতমদের সম্মিলিত সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ লক্ষ কোটি টাকা।

এ বছর ১,০৪৪ জন নতুন ধনী এই তালিকায় যুক্ত হয়েছেন, অন্যদিকে কমেছেন ৬৪৩ জন।

গত ৫ বছরে দেশে বিলিয়নিয়ারের সংখ্যা ২০০ থেকে বেড়ে ৩৫৮ হয়েছে। এঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy