দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ইনাৎপুরে এ বছরের দুর্গাপূজা মণ্ডপে শিল্পী প্রণব হালদারের ভাবনায় এক অভিনব থিম নজর কেড়েছে, যার নাম ‘মুখোশের আড়ালে মুখ’। এই থিম দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় করছেন।
থিমের ভাবনা ও উপকরণ
শিল্পী প্রণব হালদার তাঁর এই থিমের মাধ্যমে মানুষের ভেতরের ও বাইরের রূপের দ্বন্দ্বকে তুলে ধরতে চেয়েছেন। সাধারণ মানুষ বাইরে থেকে নিজেদের যেভাবে দেখান, ভেতরে তাঁরা অনেকসময় সম্পূর্ণ ভিন্ন হতে পারেন। এই মনস্তাত্ত্বিক সত্যকেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপে।
উপকরণ: পরিবেশবান্ধব এই থিম তৈরিতে মূলত ব্যবহৃত হয়েছে কাগজ, বিস্কুটের ট্রে, ডিমের মোড়ক সহ আরও অন্যান্য সামগ্রী।
দশেরা উৎসবের বাড়তি আকর্ষণ
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে শোভন হালদার জানিয়েছেন, থিম দেখার জন্য ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। আশেপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন।
এ বছর এই পুজো মণ্ডপে একটি বিশেষ আকর্ষণ হলো দশেরা উৎসব পালন করা হবে। সচরাচর এই অঞ্চলে এমন অনুষ্ঠান হয় না, ফলে মানুষের আগ্রহ আরও বেড়েছে।
ইনাৎপুরের এই পুজোটির বয়স মাত্র ৩ বছর, তবে নিজস্ব চিন্তাভাবনাকে পাথেয় করে এটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়রা আশা করছেন, এ বছরের এই অভিনব আয়োজন দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে।