ভাঙা সম্পর্ক জোড়া লাগল দুর্গাপূজায়! কলকাতার মণ্ডপে রাজীব সেনের পরিবার, বাঙালি বধূ সেজে ঘুরলেন চারু অসোপা

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু অসোপার সম্পর্ক একসময় একেবারে তলানিতে ঠেকেছিল। একমাত্র কন্যা জিয়ানার জন্মের পর থেকেই তাঁদের মধ্যে সমস্যা শুরু হয় এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ চলতেও দেখা যায়। একটা সময় তাঁরা খাতায়-কলমে বিচ্ছেদের কথাও ঘোষণা করেছিলেন।

কিন্তু দুর্গাপূজার আবহে দেখা গেল একেবারে অন্য ছবি। অনুরাগীরা মনে করছেন, মা দুর্গাই যেন এই তারকা দম্পতিকে আবার এক করেছেন।

বিচ্ছেদ-পরবর্তী টানাপোড়েন
বিচ্ছেদের পর চারু একরত্তি জিয়ানাকে নিয়ে তাঁর বাপের বাড়ি জয়পুরে চলে যান। সেই সময় রাজীব অভিযোগ করেছিলেন, চারু নাকি তাঁকে মেয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। পাল্টা চারু অভিযোগ করেন, মুম্বইয়ে থাকার খরচ কুলিয়ে উঠতে না পারায় এবং রাজীব আলাদা কোনও বাড়ির ব্যবস্থা না করায় তাঁকে জয়পুরে যেতে হয়েছে।

বরফ গলার শুরু
এই টানাপোড়েনের মধ্যেই হঠাৎই অন্য ছবি দেখা যায়।

প্রথমে রাজীব তাঁর মা-কে নিয়ে জয়পুরে জিয়ানা ও চারুর সঙ্গে দেখা করতে যান এবং চারুর বাড়ির পুজোয় অংশগ্রহণ করেন।

এরপর রাজীব, জিয়ানা আর চারুকে নিয়ে একটি লম্বা বিদেশ সফরেও গিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন।

কলকাতার পুজোয় নতুন ইঙ্গিত
সাম্প্রতিকতম ছবি দেখা গেল কলকাতার দুর্গাপূজা মণ্ডপে। রাজীবের পরিবার বাঙালি এবং তাঁরা কলকাতাতেই থাকেন। এবার চারু অসোপা মেয়েকে নিয়ে কলকাতায় এসেছেন।

চারু একেবারে লাল পাড় সাদা শাড়িতে বাঙালি বধূর লুকে সেজেছেন এবং কলকাতার পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন।

ছোট্ট জিয়ানাও সাদা সিধে করে শাড়ি পরে মায়ের সঙ্গে তৈরি।

এই ছবি দেখে রাজীব-চারুর অনুরাগীরা ভীষণ খুশি। তাঁরা চাইছেন, এই দম্পতি যেন এভাবেই একসঙ্গে থাকেন এবং মা দুর্গা যেন তাঁদের সম্পর্ককে স্থায়ী করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy