অবশেষে প্রতীক্ষার অবসান! কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আবারও মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি হতে চলেছে। সূত্র মারফত খবর, আজ বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি রাখা হবে এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সিদ্ধান্ত গৃহীত হলে, প্রায় ১ কোটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী সরাসরি উপকৃত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্ধিত মহার্ঘ ভাতা আগামী ১ জুলাই, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ, পুজোর উৎসবের মরশুমের আগেই সরকারি কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসতে চলেছে।
মূল্যবৃদ্ধির চাপ সামলাতে DA বৃদ্ধি:
মহার্ঘ ভাতা মূলত জীবনযাত্রার ব্যয়ভাতা, যা মূল্যস্ফীতির প্রভাব সামাল দিতে কর্মীদের দেওয়া হয়। সরকারি সূত্রে খবর, কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI)-এর তথ্যের ভিত্তিতে এই বৃদ্ধির হার নির্ধারিত হবে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে দু’বার DA সংশোধন করা হয়।
বর্তমানে কত DA পাচ্ছেন কর্মীরা?
এর আগে চলতি বছরের মার্চ মাসে মহার্ঘ ভাতা ২% বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে DA ৫৩% থেকে বেড়ে ৫৫% হয়েছিল। এবার নতুন বৃদ্ধি অনুমোদিত হলে, সেই হার আরও বাড়বে। উদাহরণস্বরূপ, যে কর্মীর বেসিক পে ৫০ হাজার টাকা, তিনি বর্তমানে ২৬ হাজার ৫০০ টাকা DA পাচ্ছেন। নতুন বৃদ্ধি কার্যকর হলে এই অঙ্ক আরও অনেকটাই বেড়ে যাবে, যা উৎসবের মরসুমে কর্মীদের বড় আর্থিক স্বস্তি দেবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। আজকের মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।