দুর্গাপূজার উৎসবের আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। ঘাটাল থানার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের বরদা রানিরবাজার এলাকায় একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন।
জানা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষ্যে বেশ কয়েকজন একটি প্রাইভেট গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সেই প্রাইভেট গাড়িটি একের পর এক মোটর বাইক ও সাইকেলে ধাক্কা মারে। এর জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
মৃত ও আহতদের বিবরণ
আহতদের দ্রুত ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা মিলন সিং (২৫) নামে একজনকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ঘাটালের বুয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। তাঁরা গিয়ে রাজ্য সড়ক যানজট মুক্ত করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
আনন্দ ও উচ্ছ্বাসের মরশুমেই এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।