বাংলা ছবির ‘উৎসব’ এখন ‘বিভীষিকা’! শো বণ্টন থেকে কালেকশন ‘ভুয়ো’ বলার লড়াই, নীরবতা ভাঙলেন জিৎ

এই বছর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে চারটি বড় ক্যানভাসের ছবি— ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতায়’। উৎসবের আবহে একসঙ্গে এতগুলি ছবি মুক্তি পাওয়া বাংলা ছবির ব্যবসার জন্য আশাব্যঞ্জক হলেও, এবারের প্রতিযোগিতা যেন ‘অসুস্থ’ হয়ে উঠেছে। নায়ক-নায়িকাদের ফ্যানক্লাবের লড়াই ছাপিয়ে এই বিতর্ক এখন প্রযোজনা সংস্থাগুলির মধ্যেও বন্ধুত্বের তাল কেটে দিয়েছে।

টলিউডের বিতর্ক এবং জিতের বার্তা
চলতি বছরে চারটি ছবি নিয়ে বিতর্কের কোনও শেষ ছিল না। শোয়ের সমবন্টন নিয়ে প্রশ্ন তোলা, প্রতিদ্বন্দ্বী ছবির কালেকশনকে ‘ভুয়ো’ বলে দাগিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। যে সময়টা হতে পারত বাংলা ছবির উদযাপনের সময়, তা-ই এখন এক প্রকার বিভীষিকা।

টলিউডের এই যাবতীয় বিতর্ক থেকে সচরাচর নিজেকে দূরেই রাখেন অভিনেতা জিৎ। কিন্তু এই পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন তিনি। সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেতা:

“আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।”

ইন্ডাস্ট্রির বিদ্বজনেরা মনে করছেন, এই বার্তাটি চারটি ছবি নিয়ে তৈরি হওয়া ‘অস্বাস্থ্যকর’ রেষারেষি থামানোর জন্যই তাঁর এক প্রকার আবেদন।

জিতের পোস্টে পাল্টা কটাক্ষ
অভিনেতা এই টুইটে এর বেশি একটি শব্দও খরচ করেননি, কিন্তু তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। নেটিজেনদের একাংশ মনে করছেন, জিতের এই পোস্টের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। জনৈক নেটিজেনের প্রশ্ন, “জিৎ বাবু এতদিন কোথায় ছিল এই পোস্ট? এখন যখন দেখছেন যে তোমার বন্ধু এতো নোংরামো করেও একদম কোণঠাসা… তখন এসে পড়েছ এই পোস্ট করতে, এতদিন একটা মুভি ডাউন করার জন্যে তুমিও আছো তাই তো রঘু ডাকাত নিয়ে একটা পোস্ট নাই!” অন্য একজন বলেছেন, “‘রঘু ডাকাত’ নিয়ে পোস্ট কোথায়? দেব আপনাকে সব সময় সাপোর্ট করে। আপনার ক্ষেত্রে সেটা দেখতে পাই না।”

বরাবরের মতো জিৎ এই নেতিবাচকতার আঁচ গায়ে লাগতে দেননি। অভিনেতা এবার একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে। এই ছবির শুটিং অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড ও ম্যাসাঞ্জোর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy