সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। অসম সরকারের তরফে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে, যা সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় তদন্ত চালাবে। এর মধ্যেই গরিমা স্পষ্ট জানিয়ে দিলেন, জ়ুবিনের মৃত্যুতে কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ তিনি উড়িয়ে দিচ্ছেন না।
ম্যানেজার-আয়োজক সবাই সন্দেহের তালিকায়
গত ১৮ সেপ্টেম্বর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর যান জ়ুবিন। পরের দিন স্কুবা ডাইভিং করার সময় তিনি অচেতন অবস্থায় উদ্ধার হন এবং হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
গরিমা জানান, ঘটনার সময়ে জ়ুবিনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সবাই সন্দেহের তালিকায় রয়েছেন। তিনি বলেন, “ঘটনার সময়ে যাঁরা সেখানে ছিলেন তাঁরা সবাই সন্দেহের তালিকায় আছেন। আমরা এই নিয়ে FIR জমা দিয়েছি। আয়োজক, ম্যানেজার, টিমের সদস্য সবাইকে আমরা সন্দেহ করছি।”
‘অবহেলাতেই মৃত্যু হয়েছে জ়ুবিনের’
জ়ুবিন গর্গের স্ত্রী সরাসরি অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, অবহেলার কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এই মৃত্যুর সঠিক কারণ জানতে চান।
গরিমার অভিযোগের মূল আঙুল উঠেছে তাঁর দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামাকানু মহান্তের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও করা হয়েছে।
গরিমা বলেন, “সিদ্ধার্থ শর্মা দীর্ঘদিন জ়ুবিনের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তবে আমি মনে করি ওই ম্যানেজার জ়ুবিনকে অবহেলা করেছেন।”
সিঙ্গাপুরে যাচ্ছে SIT
গরিমা সাইকিয়া গর্গ সেখানকার বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তদন্ত সঠিক হবে। তিনি বলেন, “আমরা দ্রুতগতিতে এই তদন্ত শেষ করার জন্য অনুরোধ করেছি। শেষ দিন কী হয়েছিল তা আমি জানতে চাই।”
ইতিমধ্যে অসম সরকার গঠিত SIT তদন্তের জন্য সিঙ্গাপুরে যাচ্ছে। এই তদন্তে জ়ুবিনের মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে আশা করছে পরিবার এবং তাঁর অগণিত ভক্ত।
প্রসঙ্গত, গরিমা আরও জানান, জ়ুবিন আসলে সিঙ্গাপুরে যেতে চাননি, কারণ তিনি তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘রয় রয় বিনালে’ নিয়ে ব্যস্ত ছিলেন। চলতি মাসেই ওই সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।