দুর্গাপুজোর আমেজ শেষ হতে না হতেই শহর সরগরম কালীপুজোর প্রস্তুতিতে। আর এই বছর শিলিগুড়িতে উৎসবের রঙে মিশে যাচ্ছে দেশপ্রেমের সুর। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তাদের দ্বিতীয় বর্ষের কালীপুজোয় বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এর এক বিশাল মডেল!
১০০ ফুট লম্বা যুদ্ধজাহাজ মণ্ডপে
উদ্যোক্তাদের কথায়, এটি শুধু একটি থিম নয়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সম্মান জানানোর এক প্রচেষ্টা। মণ্ডপে প্রায় ১০০ ফিট লম্বা এবং ৪০ ফিট চওড়া এই বিশাল কাঠামো তৈরি করা হচ্ছে। মণ্ডপ নির্মাণে থাকছে অভিনবত্ব— কোনো বাঁশ নয়, সম্পূর্ণ কাঠামো দাঁড় করানো হবে লোহা ও যন্ত্রাংশ দিয়ে, যা কাঠামোকে আরও মজবুত ও বাস্তবের কাছাকাছি করবে।
সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাঁও ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর দ্রুত ও সক্রিয় ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই ‘বিক্রান্ত’ থিম বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রতিমায় চণ্ডীরূপ, উদ্বোধন করবেন উচ্চপদস্থ সামরিক আধিকারিকরা
থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে, মণ্ডপের প্রতিমায় দেখা যাবে মায়ের চণ্ডীরূপ, যেখানে হিন্দুত্বের আবহ স্পষ্ট। সমস্ত শিল্পকর্ম তৈরি করছেন স্থানীয় শিল্পীরাই।
দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মণ্ডপে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ১৯ অক্টোবর, কালীপুজোর একদিন আগে, মণ্ডপের উদ্বোধন করবেন সেনা, বিমান ও প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা, যারা সরাসরি দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত।
আলো, শিল্পকর্ম আর আরাধনার আবহে এই বছর শিলিগুড়ির কালীপুজো শুধু উৎসবের রঙেই রঙিন নয়, দেশপ্রেমের আবেগেও ভরপুর হতে চলেছে। পুজোর দিনগুলিতে শুধু প্রতিমা দর্শনই নয়, থাকবে সামাজিক কাজের নানা অনুষ্ঠান এবং বিশেষ শ্যামাসঙ্গীতের আসরও। ১০০ ফিট লম্বা আইএনএস বিক্রান্তের মডেল দর্শনার্থীদের মনে করিয়ে দেবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি এবং সেনাদের অমূল্য ত্যাগের কথা।