বিরাট চমক! দিল্লির CR পার্কের দুর্গাপূজা মণ্ডপে হাজির হয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

মহাষ্টমীর পবিত্র সন্ধ্যায় এক অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হলো দিল্লির বাঙালি সমাজ। আচমকাই দিল্লির চিত্তরঞ্জন পার্ক (CR পার্ক)-এর কালীবাড়িতে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি নিজ হাতে প্রদীপ দেখিয়ে মা দুর্গার আরতি করলেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে কালীবাড়িতে তৈরি হলো এক বিশেষ উৎসবের আবহ। বাজল ঢাক, এবং মহিলারা উলুধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিলেন।

আরতি ও তিলক
আরতি শেষ হতেই প্রধানমন্ত্রী মোদি মা দুর্গার সামনে করজোড়ে প্রণাম করেন। এরপর পুরোহিত মশাই তাঁর কপালে তিলক পরিয়ে দেন এবং হাতে বেঁধে দেন পবিত্র ধাগা।

জানা যাচ্ছে, এদিন শুধু কালীবাড়ি নয়, প্রধানমন্ত্রী দিল্লির CR পার্কের দুর্গাপূজা মণ্ডপেও অংশ নেন। এই এলাকায় বাঙালি সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত, এবং মহাষ্টমীর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি সেখানকার উৎসবের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

দিল্লিতে দুর্গাপূজা মূলত প্রবাসী বাঙালিদের উৎসব হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অংশগ্রহণ জাতীয় স্তরে বিশেষ তাৎপর্য বহন করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy