বিহার বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ECI) আজ, মঙ্গলবার, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়ার পর এই অন্তিম তালিকাটি প্রকাশ করা হলো। এই তালিকায় সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে পাটনা জেলায়, যেখানে নতুন করে প্রায় ১.৬৩ লক্ষ ভোটার যুক্ত হয়েছেন।
কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারের যেকোনো ভোটার https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে সহজেই যাচাই করতে পারবেন, তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। ভোটার তালিকায় নাম থাকলেই কেবল ভোট দেওয়া সম্ভব। তাই কমিশন সকল যোগ্য ভোটারকে একবার ওয়েবসাইটে নাম দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।
বিহার ভোটের আগে নির্বাচন কমিশন SIR শুরু করেছিল। এই প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম যুক্ত করা হয়েছে এবং একইসঙ্গে একাধিক জায়গায় নাম, রাজ্য ছেড়ে স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া বা অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই কাজে কমিশন স্বচ্ছতা আনতে টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করার দাবি করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চূড়ান্ত ভোটার লিস্টে পাটনা জেলায় মোট ভোটার সংখ্যা ৪,৮১৫,২৯৪ জন। গত ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকায় এই সংখ্যা ছিল ৪,৬৫১,৬৯৪ জন। অর্থাৎ, এই সময়ের মধ্যে প্রায় ১,৬৩,৬০০ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। এই সংযোজন ডুপ্লিকেট নাম বাতিল করার পরেই করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিহারে মোট ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। জুন মাসে SIR শুরু হয় এবং ১ অগাস্ট প্রথম খসড়া তালিকা প্রকাশ হলে ৬৫.৬৩ লক্ষ ভোটারের নাম বাদ যায়, যা নিয়ে বিরোধীরা ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছিল এবং সুপ্রিম কোর্টে মামলাও চলছিল। এক মাসের দাবি ও আপত্তি (Claim & Objection) প্রক্রিয়ার পর, এবার ফাইনাল লিস্টে ১.৬৩ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হলো।
এখন রাজনৈতিক বিশ্লেষক মহল তাকিয়ে আছে বিরোধীদের প্রতিক্রিয়ার দিকে। গতবারের মতো এবারও চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তারা কোনও অসঙ্গতি বা অভিযোগ তোলে কি না, সেটাই দেখার।