SBI Card-এ বাড়তি খরচ! নভেম্বর ১ থেকে বদলাচ্ছে ফি স্ট্রাকচার, কাদের পকেটে টান?

SBI Card তার ফি স্ট্রাকচার এবং চার্জে পরিবর্তন এনেছে, যা আগামী ১ নভেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হবে। যদিও এই পরিবর্তিত ফি সব গ্রাহকের জন্য নয়, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কার্ড ব্যবহার করলে গ্রাহককে বাড়তি খরচ করতে হবে। মূলত শিক্ষা সংক্রান্ত পেমেন্ট থার্ড পার্টির মাধ্যমে করলে এবং ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রেই এই নতুন চার্জ ধার্য করা হয়েছে।

থার্ড পার্টির মাধ্যমে এডুকেশন পেমেন্টে বাড়তি চার্জ

এসবিআই কার্ডের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে CRED, Cheq বা MobiKwik-এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এডুকেশনাল পেমেন্ট করলে ১ শতাংশ ফি দিতে হবে। এর সরল অর্থ হলো, আপনি ১০০০ টাকা পেমেন্ট করলে অতিরিক্ত ১০ টাকা ফি হিসাবে কাটবে।

এসবিআই কার্ড সূত্রে জানা গেছে, মার্চেন্ট ক্যাটাগরি কোডস 8211, 8220, 8241, 8244, 8249 এবং 8299-এর অধীনস্থ থার্ডপার্টি মার্চেন্টদের পেমেন্ট করলেই এই ফি লাগু হবে। তবে স্বস্তির বিষয়, যদি আপনি এসবিআই কার্ড ব্যবহার করে সরাসরি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করেন, তাহলে এই ফি দিতে হবে না। এক্ষেত্রে ছাড় মিলবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

ওয়ালেট ডিপোজিটেও দিতে হবে চার্জ

১ নভেম্বর থেকে এসবিআই কার্ড ব্যবহার করে ওয়ালেট ডিপোজিট (Wallet Load) করার ক্ষেত্রেও ১ শতাংশের বেশি চার্জ দিতে হবে গ্রাহকদের। এই পরিবর্তন কার্যকর হওয়ায় ওয়ালেট লোডিং-এর অভ্যাস যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে খরচ বাড়বে।

এসবিআই কার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ চার্জ

যদিও নতুন ফি স্ট্রাকচার কেবল এডুকেশন পেমেন্ট ও ওয়ালেট ডিপোজিটেই প্রযোজ্য, তবুও গ্রাহকদের এসবিআই কার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ চার্জ সম্পর্কে অবগত থাকা জরুরি:

  • ক্যাশ পেমেন্ট চার্জ (Cash Payment Charge): ২৫০ টাকা
  • পেমেন্ট অ্যাপ্রুভাল চার্জ (Payment Approval Charge): ২ শতাংশ (ন্যূনতম ৫০০ টাকা)
  • চেক সেটেলমেন্ট ফি (Cheque Settlement Fee): ২০০ টাকা
  • ডোমেস্টিক এটিএম ট্রানজ্যাকশন ফি (Domestic ATM Transaction Fee): ২.৫ শতাংশ (ন্যূনতম ৫০০ টাকা)
  • কার্ড বদলের ফি (Card Replacement Fee): ১০০ থেকে ২০০ টাকা
  • বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি (Annual Maintenance Charge): ১৫০০ টাকা (নির্দিষ্ট কিছু কার্ডের জন্য)

এই চার্জগুলি নতুন না হলেও, অনেক গ্রাহকই এগুলি সম্পর্কে অবগত নন, যার ফলে তাঁদের অজান্তেই বাড়তি খরচ হয়। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে এই বিষয়গুলির দিকে অবশ্যই নজর রাখতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy