বলিউডের অন্যতম ধনী স্টারকিড রাহা কাপুর জন্মের পর থেকেই সংবাদ শিরোনামে। বাবা-মা রণবীর ও আলিয়া তাঁর জন্য প্রায় ২৫০ কোটির বাংলো তৈরি করেছেন। তবে এবার নাতনিকে ঘিরে এক বড় ‘সিক্রেট’ ফাঁস করলেন রাহার দাদু মহেশ ভাট।
সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়ার বাবা মহেশ ভাট জানিয়েছেন, আলিয়া যখন শুটিং করেন, তখন শিশু রাহার জন্য সেটে আলাদা ভ্যানিটি ভ্যান থাকে। তিনি বিস্ময় প্রকাশ করে এই ভ্যানিটি ভ্যানকে “মন্দিরের মতো পবিত্র স্থান” বলে উল্লেখ করেছেন।
যে কারণে ভ্যানে বসতে নারাজ হলেন মহেশ
মহেশ ভাট জানান, এক বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আলিয়া এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সময় তিনি প্রথম রাহার জন্য এই আলাদা ভ্যানিটি ভ্যানটি দেখেন।
আলিয়া তখন তাঁকে জিজ্ঞেস করেছিলেন, “বাবা, তুমি রাহার ভ্যানিটি ভ্যানে বসছো না কেন?”
উত্তরে মহেশ বলেন, ভ্যানটি যেন নার্সারি স্কুলের মতো সাজানো, এতটা পরিচ্ছন্ন ও সুন্দর যে তাঁর মনে হচ্ছিল যেন তাঁরা মন্দিরে এসেছেন। এই কারণেই তিনি সেখানে বসতে নারাজ হয়েছিলেন। তিনি চাইছিলেন নাতনির জন্য ভ্যানিটি ভ্যানটি অপরিবর্তিত ও নিরাপদ থাকুক।
পরিবার ও কাজের ভারসাম্য
মহেশ ভাট মনে করেন, আলিয়া আজকের অভিনেত্রীদের মধ্যে একটি জ্বলজ্বলে উদাহরণ, যিনি বিয়ে হলেও কেরিয়ার চালিয়ে যাচ্ছেন এবং পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন। আলিয়া রাহাকে সঙ্গে নিয়ে গুচি ইভেন্টের মতো আন্তর্জাতিক অনুষ্ঠানে যান এবং নির্দিষ্ট সময়ে শুটিংও করেন।
তবে এই প্রসঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারকাদের ভ্যানিটি ভ্যান ও স্টাফ সংক্রান্ত চাহিদা নিয়েও আলোচনা চলছে। প্রযোজকরা জানান, অনেক বড় তারকা শুটিংয়ে ছয়টি পর্যন্ত ভ্যানিটি ভ্যান এবং ৩০ জন পর্যন্ত স্টাফ চান। বিশেষত নায়িকারা নিরাপত্তা, প্রাইভেট স্পেস এবং সুনির্দিষ্ট সুবিধা চাওয়ার কারণে সিনেমার বাজেট বাড়িয়ে দিচ্ছে।