নলকূপের বিষাক্ত জল পান করে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর গ্রামে। মৃতরা হলেন পুষ্প মণ্ডল (৬৫), বুল্টি মণ্ডল (৩৫) এবং পিউ মণ্ডল (১০)।
কীভাবে এই ঘটনা ঘটল?
পরিবারের সদস্য স্বপন মণ্ডল জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়ার পর তিনজনই সুস্থভাবে ঘুমিয়েছিলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই তারা শরীরে চুলকানি অনুভব করেন। এরপর তাদের নলকূপের জল পান করানো হয় এবং তেল মালিশ করা হয়। জল খাওয়ার পর থেকেই তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।
সঙ্গে সঙ্গে তাদের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোকেরা গুরুতর অসুস্থ দেখে প্রথমে তাদের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন, যেখানে বুল্টি মণ্ডল মারা যান। এরপর বাকি দুজন, পুষ্পা দেবী ও পিউকে মালদহ মেডিক্যালে নিয়ে গেলে কয়েক ঘণ্টার ব্যবধানে তাদেরও মৃত্যু হয়।
পুলিশের অনুমান
পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু হয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই বিষক্রিয়া হয়েছে, তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।