অভাব যেন কিছুতেই পিছু ছাড়ছে না! এই ৪টি জিনিস ঘর থেকে সরান এক্ষুনি

অভাব যেন কিছুতেই পিছু ছাড়ছে না! এই যদি হয় আপনার ঘরের অবস্থা তবে সরিয়ে ফেলুন কিছু জিনিস। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রমতে, চারটি জিনিস সরালেই অভাব দূর হয়ে টাকার স্রোত বইবে ঘরে। জেনে নিন সেগুলো সম্পর্কে-

পায়রা: বাড়ির বারান্দা, ঘরের কার্নিশে অনেক সময় পায়রা বাসা বাঁধে! আজই পায়রার বাসা অন্যকোথাও স্থানান্তরিত করুন। বিশ্বাস করা হয়, বাড়িতে পায়রার বাসা থাকলে অভাব পিছু ছাড়েনা।

মৌচাক: বাড়িতে মৌচাক থাকলে জীবনে অশান্তি, শোকের ছায়া এবং অভাব অনটন নেমে আসে।

মাকরসার জাল: লক্ষ্য রাখুন ঘরে যেন মাকরসার জাল বিস্তার না করতে পারে। এটি থাকা অলক্ষ্মীর লক্ষণ। ঘরে থাকলে আজই পরিষ্কার করুন।

ভাঙা কাঁচ: ভাঙা কাঁচে মুখ দেখলে অমঙ্গল আসে এমন কথা অনেকেই জানেন! ঠিক তেমনি বাড়িতে ভাঙা কাঁচ থাকলে জীবনে ঘোর অভাব নেমে আসে

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy