নয়ডার পর কলকাতায়ও ভুয়ো থানা, প্রাক্তন TMC নেতার প্রতারণার জালে হতবাক পুলিশ

নয়ডায় ভুয়ো থানা কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারীর বিরুদ্ধে এবার কলকাতার বুকেও একাধিক গুরুতর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। নয়ডা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, বিভাস এবং তার ছেলে বেলেঘাটায় একটি নকল থানা খুলেছিল এবং সেখানে বসে রমরমা তোলাবাজির কারবার চালাত। এই ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে বেলেঘাটার সিআইটি রোডে একটি বাড়ির তিনতলা ভাড়া নেয় বিভাস। সেখানেই ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড জাস্টিস’ নামক একটি ভুয়ো সংস্থার নামে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, বড় আকারের হোর্ডিংয়ের আড়ালে এখানে চলত অবৈধ কার্যকলাপ। ওই অফিসের কাচের দরজায় ‘US ইন্টারপোল’ লেখা স্টিকার লাগানো ছিল, যা বিভাসের ছেলেও তার ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করত। ওই গাড়িতে চেপেই সে তোলাবাজির জন্য লোকজনকে ভয় দেখাত।

বেলেঘাটার ওই অফিসের বাড়ির মালিক অরুণ ঘোষ পুলিশকে জানিয়েছেন, বিভাস মাসে ৪০ হাজার টাকা ভাড়া দিত। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীরা ওই অফিস পাহারা দিত এবং সেখানে বহু গাড়ির আসা-যাওয়া ছিল। কিন্তু হঠাৎই একদিন রাতে সবকিছু উধাও হয়ে যায় এবং সাইনবোর্ডও খুলে ফেলা হয়।

তদন্তকারীরা বিভাসকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশাল ইনভেস্টিগেশন অ‌্যান্ড সোশাল জাস্টিস’-এর নাম ব্যবহার করে সে বিভিন্ন ব্যক্তিকে নোটিস পাঠিয়ে তোলাবাজি করত। তাকে আরও জেরা করে এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেকের নাম সামনে আসবে বলে আশাবাদী পুলিশ।

উল্লেখ্য, নয়ডার সেক্টর ৭০ এলাকার বিএস-১৩৬ নম্বর ঠিকানায় ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন’ লেখা সাইনবোর্ড লাগিয়ে বিভাস এবং তার সঙ্গীরা একটি ভুয়ো থানা খুলে বসেছিল। সেখানে তারা www.intlpcrib.in নামক একটি ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করে মিথ্যা পরিচয়পত্র এবং নথি তৈরি করত। তাদের দাবি ছিল, ব্রিটেনেরও তাদের অফিসের শাখা রয়েছে।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর বিভাস অধিকারীর নাম প্রথম প্রকাশ্যে আসে। সে একসময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী মানিক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডলের সঙ্গেও তার ঘনিষ্ঠতার খবর রয়েছে। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সে দলত্যাগ করে ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল গঠন করে। নয়ডার পর এবার কলকাতার বুকে তার এই প্রতারণার কারবার ফাঁস হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy