বাচ্চাকে করুন মজার এই প্রশ্ন গুলি, কিন্তু কেন? পড়েই দেখুন বুঝবেন

বাচ্চারা স্কুল থেকে ফিরলেই বেশিরভাগ মা একই প্রশ্ন রোজ করেন৷ আর সেই প্রশ্নটা হল ‘আজ সারাদিনটা কীরকম কাটল?’ এতে বেশিরভাগ বাচ্চাই খুব বিরক্ত বোধ করে৷ কারণ সারাদিন স্কুলে কাটানোর পর তারা খুব ক্লান্ত থাকে৷ বেশিরভাগ বাচ্চাই এই প্রশ্নের উত্তরে, ‘ভালো’ বা ‘ঠিকঠাক’ গোছের উত্তর দিয়ে মাকে এড়িয়ে যায়৷ প্রশ্ন করাতে দোষের কিছু নেই৷ মা হিসেবে এটুকু জানার অধিকার আপনার আছে৷ কিন্তু একই প্রশ্ন দিনের পর দিন না করে বরং প্রশ্নের ধারাটা একটু বদলে দিয়ে দেখুন হয়তো বাচ্চা নিজেই আগ্রহ দেখিয়ে আপনার সঙ্গে কথা বলবে৷আপনাদের জন্য রইল দশটা প্রশ্ন যা বাচ্চা স্কুল থেকে ফিরলে আপনি করতে পারেন৷

1.আজকে স্কুলে কি মজার কিছু হয়েছে?

2.আজকে স্কুলে নতুন কী শিখলে?

3.স্কুলের টয়লেটটা পরিষ্কার থাকে তো?

4.তোমার পাশে এখন কে বসে?

5.আজ লাঞ্চব্রেকে খেলাধুলো করেছ?

6.আজকের টিফিনটা তোমার পছন্দ হয়েছে?

7.তোমার কি কোনও নতুন বন্ধু হয়েছে?

8.তোমার ক্লাস টিচার তোমায় পছন্দ করেন তো?

9.কোন বিষয়ের ক্লাসটা তোমার করতে ভালো লাগে না?

10.প্রার্থনার সময় তোমরা কী গান করো?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy