SPORTS: ডুরান্ড ডার্বি ঘিরে জল্পনা, দুই তারকাকে নিয়ে চিন্তায় মোহনবাগান সুপার জায়েন্ট

এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কি কলকাতা ডার্বি হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। তবে ডার্বি হোক বা না হোক, নকআউট পর্বের আগে মোহনবাগান সুপার জায়েন্ট কিছুটা অস্বস্তিতে রয়েছে তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে। মনবীর সিং এখনও সম্পূর্ণ ফিট নন এবং আলবার্তো রড্রিগেজের চোটও এখনো পুরোপুরি সেরে ওঠেনি। এই পরিস্থিতিতে মোহনবাগান কোচ হোসে মোলিনা অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন।

রবিবার অনুশীলন শুরুর আগে স্প্যানিশ কোচ হোসে মোলিনা দলের ফিটনেস ট্রেনিংয়ের উপর বিশেষ নজর দেন। মনবীর সিং এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি। অন্যদিকে, চোট কাটিয়ে আলবার্তো রড্রিগেজ এদিন বল পায়ে অনুশীলন শুরু করেছেন, যা দলের জন্য কিছুটা স্বস্তির খবর। তবে তাঁর খেলার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। হোসে মোলিনা তার সেরা খেলোয়াড়দের সম্পূর্ণ ফিট দেখতে চাইছেন এবং এই কারণেই দিমি, জেমি এবং কামিন্সদের দিয়ে কঠোর কসরত করিয়েছেন। ডায়মন্ড হারবার ম্যাচের পর খেলোয়াড়রা রিকভারি সেশনও সেরেছেন।

যদি মনবীর ও রড্রিগেজ খেলতে না পারেন, তাহলে দীপেন্দু বিশ্বাসকে দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও দলের অন্যান্য খেলোয়াড়রা বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন। শনিবার ডায়মন্ড হারবার এফসিকে বড় ব্যবধানে হারানোর পর সবুজ-মেরুন ব্রিগেডের আত্মবিশ্বাস তুঙ্গে। ম্যাচ জেতার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নকআউটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।

এদিন অনুশীলনে বহু সাধারণ সমর্থক ভিড় জমিয়েছিল। প্রিয় খেলোয়াড় জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেনদের ঘিরে তারা সেলফি তুলেছেন এবং স্লোগান দিয়েছেন। খেলোয়াড়রাও তাদের আবদার মিটিয়ে মাঠে নামেন।

ডুরান্ড কমিটি এখনও ডার্বি নিয়ে কোনো সরকারি ঘোষণা না করলেও, ফুটবলপ্রেমীরা ১৭ অগাস্টের সম্ভাব্য ডার্বির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন, মোহনবাগান তাদের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy