বাঁকুড়ার মাকুড়গ্রামে এটিএম লুঠের চেষ্টা, জনরোষে ধরা পড়ল ৩ দুষ্কৃতী

বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে লুঠের চেষ্টার অভিযোগে তিন দুষ্কৃতীকে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা ধৃতদের উত্তম-মধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি গাড়িতে করে চারজন দুষ্কৃতী মাকুড়গ্রাম বাজারের ওই এটিএমে আসে। এটিএমে ঢোকার আগে তারা বাইরে থাকা সিসি ক্যামেরার দিক পরিবর্তন করে দেয়। এরপর ভেতরে ঢুকে শাটার নামিয়ে এটিএম ভাঙার চেষ্টা শুরু করে।

ভেতর থেকে ভাঙচুরের শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। কয়েকজন সাহসী যুবক এটিএমের ভেতরে ঢুকে দেখেন, দুষ্কৃতীরা সিসি ক্যামেরার লেন্সে কালো টেপ লাগিয়ে এটিএম ভাঙার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তারা দুষ্কৃতীদের জাপটে ধরে। সেই সময় একজন দুষ্কৃতী পালিয়ে গেলেও বাকি তিনজনকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ধৃতদের আটক করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy