টানা পাঁচ বছর ধরে কোনো বেতন নিচ্ছেন না ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। বৃহস্পতিবার নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেখানে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থা জানিয়েছে, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে মুকেশ অম্বানি নিজের বেতন নেওয়া বন্ধ করে দেন এবং এখনও পর্যন্ত তিনি সেই সিদ্ধান্তে অনড় আছেন। তিনি কোনো বেতন বা ভর্তুকি নিচ্ছেন না।
রিলায়েন্সের দেওয়া তথ্য অনুযায়ী, অর্থবর্ষ ২০০৯ সাল থেকে অর্থবর্ষ ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর মুকেশ অম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে ১৫ কোটি টাকা বেতন নিতেন। কিন্তু গত পাঁচ বছর ধরে তিনি কোনো বেতন নিচ্ছেন না।
তবে মুকেশ অম্বানির তিন সন্তান, ইশা, আকাশ এবং অনন্ত অম্বানি বিনা পয়সায় কাজ করার পক্ষে নন। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে যখন তারা রিলায়েন্সের বোর্ড অব ডিরেক্টরের ‘নন এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসেবে যোগ দেন, তখন শুধুমাত্র ওই বোর্ডের সদস্য হওয়ার জন্য ৬ লক্ষ টাকা করে নেন। এমনকি, শেষ অর্থবর্ষে ওই বোর্ডের সদস্য হিসেবে বার্ষিক ২.২৫ কোটি টাকা কমিশনও নিয়েছেন তারা।
সম্প্রতি আদানি গোষ্ঠীর তরফেও একই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, শিল্পপতি গৌতম আদানি দেশের অন্যান্য শিল্পপতিদের তুলনায় অনেক কম বেতন নেন। শেষ অর্থবর্ষে তিনি মোট ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন নিয়েছেন। তার সংস্থার অন্য কয়েকজন কর্মী তার চেয়ে বেশি বেতন পেয়েছেন। যেমন, আদানির গ্রিন এনার্জি সংস্থার এমডি বিনীত এস জৈন বছরে ১১ কোটি টাকা বেতন নেন এবং এই গোষ্ঠীর সিএফও বছরে ১০.৪ কোটি টাকা বেতন পান।