অতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিমা শিল্পীরা, প্লাস্টিক ত্রিপলের ভরসায় দুর্গতিনাশিনী!

এই বছর দুর্গাপুজো কিছুটা এগিয়ে আসায় প্রতিমা তৈরির কাজ এখন তুঙ্গে। কিন্তু টানা বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন কুমোরটুলির প্রতিমা শিল্পীরা। নিচে জল আর উপরে বৃষ্টির মধ্যে প্লাস্টিকের ত্রিপল খাটিয়ে কোনোমতে প্রতিমা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাল পাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রতিমা তৈরির কাজ কার্যত বন্ধ হয়ে গেছে। ফাল্গুন-চৈত্র মাস থেকে শুরু হওয়া প্রতিমা তৈরির প্রাথমিক কাজ যেমন কাঠামো তৈরি, বিচুলি বাঁধা এবং মাটি লাগানোর কাজ সম্পন্ন হলেও, টানা বৃষ্টিতে মাটি শুকোচ্ছে না। এতে পরের ধাপের কাজ শুরু করতে পারছেন না শিল্পীরা।

শিল্পীরা জানিয়েছেন, চারদিকে জল জমে থাকায় কাজে আসতে পারছেন না শ্রমিকরা। এমনকি পুজোর আয়োজকরাও জল ভেঙে অর্ডার দিতে আসতে চাইছেন না। এই অবস্থায় দুর্গাপুজোর মাত্র ৫০ দিন আগে শিল্পীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন। শুধু দুর্গা প্রতিমা নয়, এর আগে হতে চলা বিশ্বকর্মা প্রতিমা তৈরির কাজও একই কারণে ধাক্কা খাচ্ছে।

এলাকার মৃৎশিল্পীরা এই সমস্যার জন্য ১২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় জাতীয় সড়কের সমস্ত জল নিচের আন্ডারপাসে জমা হচ্ছে। সেখান থেকে সেই জল ঢুকে পড়ছে পাল পাড়ার আবাসিক এলাকায়। এই পাড়ায় প্রায় ২০-২৫টি মৃৎশিল্পীর পরিবার বসবাস করে। বাসিন্দাদের এই জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে জলবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে।

এই অবস্থায় তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাঁদের কাজ পুনরায় শুরু করা যায় এবং আর্থিক ক্ষতি এড়ানো যায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy