দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৪ আগস্ট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ‘ধুমকেতু’-এর ট্রেলার লঞ্চ। এই অনুষ্ঠানে ১০ বছর পর একসঙ্গে দেখা গেল টলিউডের এই দুই জনপ্রিয় তারকাকে। অনুষ্ঠানটি কেবল দর্শকদের জন্যই নয়, বরং ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্যও ছিল এক বিশেষ মুহূর্ত। কারণ সেদিন ছিল তাঁর জন্মদিন।
অনুষ্ঠানে সকলেই পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিন্তু সবকিছু ছাপিয়ে তাঁর কাছে সবচেয়ে বড় উপহার ছিল দেব এবং শুভশ্রীকে একসঙ্গে হাসতে ও নাচতে দেখা। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “গতকাল ৪ঠা অগাস্ট আমার জন্মদিন ছিল। বিকেলে ট্রেলার লঞ্চ নজরুল মঞ্চে। জনস্রোত অপেক্ষায় দেব-শুভশ্রীকে দেখার জন্য। আমি অপেক্ষায় আমাদের ট্রেলার সবার কেমন লাগবে, তাই ভেবে। সেটাই আমার কাছে প্রধান প্রাপ্তি বলে মনে হচ্ছিল। অথচ অনুষ্ঠানের শেষে এই ফ্রেমটাই সবটা ছাপিয়ে ফিরিয়ে দিলো ৯টা বছরের পুরোনো স্মৃতি!”
কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর পোস্টে ৯ বছর আগের স্মৃতিচারণ করে বলেন, “ওদের দুজনকে এরকম প্রাণ খুলে হাসতে দেখেছিলাম নৈনিতালের শুটিংয়ের সময়! ৯ বছর দূরত্বের পর গত রাতের নাচের উত্তেজনায় শিকল ভেঙে জিতে গিয়েছে একটাই শব্দ- ‘পেশাদার’!” তিনি দেব ও শুভশ্রীকে ধন্যবাদ জানান রূপা এবং ভানুকে আবার ফিরিয়ে আনার জন্য।
View this post on Instagram
অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও সংগীত পরিচালক অনুপম রায়, প্রযোজক রানা সরকার এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত উপস্থিত ছিলেন। ১০ বছর পর এই দুই তারকাকে এক মঞ্চে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় তাদের সেলফি ও নাচ ভাইরাল হয়েছে। ‘ধুমকেতু’ ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।