সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী যেন বিতর্কের বৃত্তে আটকে পড়েছেন। ২০২২ সালে প্রয়াত শিল্পী কে.কে-কে নিয়ে করা মন্তব্যের পর থেকে তিনি প্রায়শই শিরোনামে এসেছেন। এবার আবারও বিতর্কের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, যেখানে ভাষা বিতর্কের প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই বাংলা বানান ভুল লিখেছেন। তার এই পোস্ট ঘিরে নেটপাড়ায় চলছে তুমুল সমালোচনা।
দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশিদের ভাষা’ বলে উল্লেখ করায় সম্প্রতি তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এর প্রতিবাদে সরব হয়েছেন। রূপঙ্কর বাগচীও এই বিতর্কে অংশ নিয়ে একটি পোস্ট করেন। কিন্তু সেই পোস্টের বক্তব্য এবং বানান নিয়েই নতুন করে সমস্যা শুরু হয়েছে।
রূপঙ্কর তার পোস্টে লিখেছেন, “সময়ের থেকে এগিয়েছিলাম হয়তো, তাই অনেক কটাক্ষ, উপেক্ষা সহ্য করেছি। আজও বলছি বাঙলা গানের একজন শিল্পী হয়ে, বাঙলা ভাষার এই অপমান মেনে নিইনি, নেবোও না!! সে আপনারা আমাকে যাই ভাবুন!! কত অভিমান জমে ছিলো মাগো, বুকের ক্ষত- এ প্রলেপের মত, মাতৃভাষায় প্রথম ডাকা ‘মা’, জন্মভূমির দিব্বি তোমায় ছাড়বো না…।”
এই পোস্টের পর নেটিজেনরা তাকে তীব্রভাবে আক্রমণ করেছেন। অনেকেই তার পোস্টের ‘বাঙলা’ বানান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে আগে ভাষাটি সঠিকভাবে লিখতে পরামর্শ দিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “সুযোগ একটা পেয়েছেন বলেই যেটা বলেছেন সেটাকে জাস্টিফাই করতে নামবেন না। বেতাল অবস্থায় করা একটা ভুলের জাস্টিফিকেশন হয়তো হতো না। কিন্তু আপনার প্রতিবাদটা তাতে কিছু কম হয়ে যেত না।” আরেকজন মনে করিয়ে দিয়েছেন, “সেদিন আপনি একজন শিল্পীকে তিরষ্কার করে বাংলা ভাষাকে বড় করে দেখতে চেয়েছিলেন, সেটা ঠিক নয়। আপনার প্রতিবাদ যদি সেই সব মানুষগুলোর জন্যে যারা বাংলাকে ছোট করে দেখে, তাহলে সেটা যথাযত।”
উল্লেখ্য, এই বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে এসেছে তার পুরোনো কে.কে বিতর্ক। ২০২২ সালের ৩১ মে, কলকাতায় কনসার্টের পর গায়ক কে.কে-র আকস্মিক মৃত্যু হয়। এর ঠিক আগে রূপঙ্কর একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, “আমি গান শুনে যা বুঝলাম, আমরা কে.কে-র থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো?” তিনি আরও বলেছিলেন, “বোম্বের শিল্পীদের নিয়ে কেন এত উত্তেজনা? বাঙালি হন ভাই, বোন, মাসি, পিসি…।” এই মন্তব্যের জন্য তিনি তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। এবার ভাষা বিতর্কের প্রতিবাদ করতে গিয়ে সেই পুরোনো বিতর্ককে আবার উস্কে দিলেন রূপঙ্কর।