একই দিনে বাংলা ও হিন্দি সিনেমা মুক্তি পেলে এ রাজ্যে বাংলা ছবিকে প্রায়শই কোণঠাসা হতে হয়। বলিউডের বড় বাজেটের ছবির দাপটে গত কয়েক বছর ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেদের রাজ্যেই বৈষম্যের শিকার হচ্ছে। এর ফলে বাংলা ছবি প্রাইম টাইম স্লটে শো পাচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে ছবির ব্যবসায়। এই দীর্ঘদিনের ক্ষোভ এবার চিঠির আকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলা সিনেমার দুই মহারথী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব, সঙ্গে প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা সম্মিলিতভাবে এই চিঠি পাঠিয়েছেন। তাদের অভিযোগ, রাজ্যের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলোতে কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটররা হল মালিকদের ওপর চাপ সৃষ্টি করছেন। তাদের শর্ত হলো, বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেওয়া চলবে না। এর ফলে বাংলা ছবিগুলো দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে শোয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
চিঠিতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে, মহারাষ্ট্র, পাঞ্জাব বা দক্ষিণ ভারতে তাদের আঞ্চলিক ছবিকে এমন অপমান সহ্য করতে হয় না, তাহলে বাংলায় কেন বাংলা সিনেমাকে এই বৈষম্যের শিকার হতে হবে? কেন নিজেদের রাজ্যেই বাংলা সিনেমা মাথা তুলে দাঁড়াতে পারবে না, সেই প্রশ্নও তোলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলা ছবির গৌরব, ঐতিহ্য এবং সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব তারা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। চিঠিতে আবেদন করা হয়েছে, সারা বছর রাজ্যের সব সিনেমাহলে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়াটা বাধ্যতামূলক করা হোক।
এই প্রেক্ষাপটে উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাচ্ছে, যা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই প্রবল আগ্রহ দেখা গেছে। এর ঠিক একদিন পর, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন ও কিয়ারা আদবাণীর ‘ওয়ার ২’। সূত্রের খবর, ‘ওয়ার ২’-এর ডিস্ট্রিবিউটররা ইতিমধ্যেই শর্ত দিয়েছেন যে তারা এ রাজ্যে কোনো বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবেন না। তবে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই চিঠি শুধুমাত্র ‘ধূমকেতু’ ছবির জন্য নয়, বরং গোটা বাংলা সিনেমার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যই লেখা হয়েছে। এই চিঠি ঘিরে টলিউডে এবং সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।