‘ও আমার সন্তানের বাবা’, ফের শিরোনামে রাজা রঘুবংশী পরিবার! ভাই সচিনের বিরুদ্ধে পিতৃত্বের অভিযোগ

ইন্দোরের চাঞ্চল্যকর রাজা রঘুবংশী হত্যা মামলার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর পরিবারকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি এক মহিলা নিজের শিশুসন্তানকে নিয়ে রাজা রঘুবংশীর বড় ভাই সচিন রঘুবংশীর বিরুদ্ধে পিতৃত্বের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় রঘুবংশী পরিবার আবারও সংবাদ শিরোনামে।

মঙ্গলবার সহকার নগর এলাকায় সচিনের বাড়ির বাইরে ওই মহিলা শিশুটিকে নিয়ে এসে উচ্চস্বরে দাবি করেন যে সচিনই তাঁর সন্তানের বাবা। মহিলার অভিযোগ, সন্তানের জন্মের পর সচিন তাঁকে এবং তাঁদের ছেলেকে ছেড়ে চলে যান, যার ফলে তাঁদের জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে ওই মহিলা জানান যে তাঁর কাছে ডিএনএ রিপোর্ট রয়েছে, যা প্রমাণ করে সচিনই তাঁর সন্তানের জৈবিক পিতা। তিনি আরও বলেন, তিনি যখন রঘুবংশী পরিবারের বাড়িতে পৌঁছান, তখন সচিন সেখান থেকে পালিয়ে যান এবং তাঁর মা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। অনেক চেষ্টা করেও ন্যায়বিচার না পাওয়ায় তিনি জনসমক্ষে এই কথা বলছেন।

অন্যদিকে, সচিন রঘুবংশী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর সম্মানহানি করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, “এই মহিলা আমার কাছ থেকে টাকা আদায় করতে চাইছে। আমি শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, যাতে সত্য সামনে আসে।”

উল্লেখ্য, রাজা রঘুবংশী গত ২৩শে মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান। ২ জুন তাঁর মৃতদেহ একটি গভীর খাদ থেকে উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ জানতে পারে যে তাঁর স্ত্রী সোনম, প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখনও চলছে। এর মধ্যেই সচিনের বিরুদ্ধে নতুন এই অভিযোগ পুরো পরিবারকে আরও বেশি বিতর্কের মুখে ফেলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy