রাজ্যে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা যেন থামছেই না। এবার উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে মাছ ধরার সময় বজ্রাঘাতে প্রাণ হারালেন ভোলা দাস (২৭) নামের এক যুবক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে খবর, হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকার বাসিন্দা ভোলা দাস মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয় এবং বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে তিনি নদীর পাড়েই লুটিয়ে পড়েন। বেশ কয়েক ঘণ্টা পর স্থানীয়দের চোখে এই ঘটনা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ভোলা দাসের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
চলতি বর্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটছে, যা জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। নিম্নচাপ এবং বজ্রগর্ভ মেঘের কারণে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাতের ঘটনা ঘটছে।
উল্লেখযোগ্য যে, গতকাল সন্ধ্যায় বাঁকুড়াতেও বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় রাজু বাগদী (৫৫) এবং জয়ন্ত মণ্ডল (৬৩) নামের দুই ব্যক্তি মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান। এই নিয়ে গত পনেরো দিনে শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং খোলা মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।