রাশিয়ার সঙ্গে বাণিজ্য ইস্যুতে আমেরিকার দ্বিচারিতা ফাঁস, ট্রাম্পের জবাবে অস্বস্তি

রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও, আমেরিকা নিজেই রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং সার আমদানি করছে। ভারতের পক্ষ থেকে এই তথ্য সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প, যার জবাবে তিনি বলেছেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে, ভারত শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে না, বরং সেই তেল খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও অর্জন করছে। তিনি বলেন, “রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল, তাতে তাদের কিছুই এসে যায় না।” ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য অব্যাহত রেখেছে, আমেরিকা তাদের পণ্যে শুল্ক আরও বাড়াবে।
ট্রাম্পের এই অভিযোগের কড়া জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে যে, আমেরিকা যারা নিজে ইউক্রেন যুদ্ধ নিয়ে এত বেশি উদ্বিগ্ন, তারা নিজেরাই রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং সার কিনছে। এই যুদ্ধ চলাকালীনও তাদের আমদানি বন্ধ হয়নি। জানা গেছে, ২০২৪ সালে আমেরিকা রাশিয়া থেকে ১.২৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সার এবং ৬২৪ মিলিয়ন ডলারের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম কিনেছে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকস নিয়ে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তাঁর জবাব ছিল হতবাক করার মতো। তিনি বলেন, “আমি এই নিয়ে কিছু জানি না। আমাকে দেখতে হবে।” দেশের রাষ্ট্রপ্রধানের এই ধরনের মন্তব্যে অনেকেই বিস্মিত। ট্রাম্প কি সত্যিই এ বিষয়ে অবগত নন, নাকি অস্বস্তি এড়ানোর জন্য তিনি এই কথা বলেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই ঘটনা ওয়াশিংটনের দ্বিমুখী নীতিকে স্পষ্ট করে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy