দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ মন্তব্যের প্রতিবাদে TMC-র বিক্ষোভ, অমিত মালব্যের বিরুদ্ধে নোটিস

বিজেপি নেতা অমিত মালব্যের ‘বাংলা ভাষা নয়’ মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এই মন্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার এর আগেই মালব্যের এই মন্তব্যকে ‘জাতীয় সঙ্গীতকে অপমান’ এবং ‘রাষ্ট্রদ্রোহের সামিল’ বলে তীব্র নিন্দা করেছেন। তৃণমূলের পক্ষ থেকে মালব্যের মন্তব্যের প্রতিবাদে সংসদে নোটিসও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি দিল্লি পুলিশের একটি বিতর্কের পর বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি বিতর্কিত পোস্ট করেন। তিনি লেখেন, “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশি বলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বিপজ্জনকভাবে উসকানিমূলকও।” এরপরই তিনি দাবি করেন, “বাংলা বলে কোনো ভাষাই নেই। বাঙালি বলতে জাতিসত্তাকে বোঝায়, এটা ভাষাগত অভিন্নতা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ব্যবহৃত বাংলা ভাষাভাষীর কোনো যোগ নেই।”

অমিত মালব্যের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি বলেন, “বিজেপির উচিত অবিলম্বে তাঁকে বহিষ্কার করা বা তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা। ‘বাংলা ভাষা নয়’ বলে উনি তো আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন, যা বাংলাতেই লেখা। জাতীয় সঙ্গীতের অপমান রাষ্ট্রদ্রোহের সামিল।” তিনি আরও বলেন, “বিজেপি চুপ করে বসে থাকতে পারে, আমরা তা থাকব না।”

মালব্যের এই মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সংসদের মকরদ্বারের সামনে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাবেন। এই বিক্ষোভে কাকলি ঘোষদস্তিদার-সহ অন্যান্য সাংসদরাও উপস্থিত থাকবেন। একইসঙ্গে, তৃণমূলের পক্ষ থেকে মালব্যের মন্তব্যের বিরুদ্ধে সংসদে নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই ইস্যুকে আরও বেশি রাজনৈতিক উত্তাপ দেবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy