ঘাটালের বন্যায় ডিভিসি-কে দায়ী করে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, পাল্টা বাঁধ তৈরির ঘোষণা

হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরাসরি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে দায়ী করেছেন। মঙ্গলবার ঘাটালের বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে তিনি ডিভিসি-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান এবং ভবিষ্যতে ডিভিসি জল ছাড়লেও রাজ্যের ক্ষতি হবে না, এমন ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি যখন তখন জল ছেড়ে দেয়, আর তার ফলে আমাদের ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা প্রতি বছর জলের তলায় চলে যায়।” তিনি অভিযোগ করেন, ডিভিসি-র এই যথেচ্ছ জল ছাড়ার কারণেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। এর পাশাপাশি তিনি বলেন, “ডিভিসি-র বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার একাধিক নতুন বাঁধ নির্মাণ করবে। তিনি বলেন, “আমরা বেশ কয়েকটা ড্যাম তৈরি করব, যাতে ডিভিসি জল ছাড়লেও আমরা আমাদের ড্যাম দিয়ে সেই জল ডিভিসি-র দিকেই পাস করিয়ে দিতে পারি।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ঘাটালের মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষার সময় ডিভিসি থেকে জল ছাড়লে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপানউতোর চলছে। এবার মুখ্যমন্ত্রী শুধু অভিযোগেই সীমাবদ্ধ না থেকে, ডিভিসি-কে পাল্টা জবাব দেওয়ার জন্য নতুন বাঁধ তৈরির মতো বড়সড় ঘোষণা করলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy