এনডিএ সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলগুলোকে আবারও কড়া ভাষায় আক্রমণ করেছেন। মঙ্গলবার এই বৈঠকে তিনি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধীদের আলোচনার দাবিকে কটাক্ষ করে বলেন, “এমন বিরোধী কোথায় পাবেন, যারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে?”
অপারেশন সিঁদুর ও বিরোধী শিবির:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় বলেন, বিরোধীরা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা চেয়ে আসলে সরকারেরই সুবিধা করে দিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধীরা এরকম আলোচনার দাবি প্রতিনিয়ত করতে পারে।” এই বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি প্রস্তাবও পাশ করা হয়েছে। এর পাশাপাশি, ‘অপারেশন মহাদেবের’ও প্রশংসা করা হয়েছে।
রাহুল গান্ধী ও আর্টিকেল ৩৭০:
জম্মু-কাশ্মীরের আর্টিকেল ৩৭০ বাতিলের পঞ্চম বর্ষপূর্তির দিনে প্রধানমন্ত্রী নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেন। রাহুল গান্ধী সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উল্লেখ করে মোদি বলেন, “সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণই সবটা পরিষ্কার করে দিয়েছে। আমার আর কিছু বলার নেই।” এই মন্তব্যটি রাহুল গান্ধীর রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক কিছু বিতর্কের দিকে ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে।
সেনা ও প্রধানমন্ত্রীর বার্তা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা উল্লেখ করে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনারা নিরলসভাবে কাজ করে চলেছেন। একইসঙ্গে, তিনি ব্যক্তিগতভাবে নিজেকে ঈশ্বর-প্রদত্ত ক্ষমতা সম্পন্ন বলে ইঙ্গিত করে বলেন, “ভগবান আমার সঙ্গে আছে।” প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য বিরোধীদের আরও সমালোচনার জন্ম দেবে বলে রাজনৈতিক মহলের ধারণা।