“দিদি আমার উপর ভরসা রেখেছেন, আমি সম্মানিত”- নতুন দায়িত্ব পেয়ে আবেগঘন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সিদ্ধান্তের পর লোকসভায় দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে এই দায়িত্বভার পেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নতুন দায়িত্বের পর অভিষেক গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন।

নিজের পোস্টে অভিষেক লেখেন, “দিদি আমার উপর ভরসা রেখেছেন। এই আস্থা ও দায়িত্ব আমার কাছে এক গর্বের বিষয়। আমি সম্মানিত।” তিনি আরও জানান, এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং দেশের সংবিধানকে রক্ষা করার জন্য একটি দায়িত্বপূর্ণ সংগ্রামের অংশ। অভিষেকের কথায়, “আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধের আদর্শ রক্ষা করব। সেটাই ভারতীয় সংবিধানের মূল ভিত্তি।”

কেন এই রদবদল?

দলীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সঙ্গে বৈঠকে লোকসভায় দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, রাজ্যসভার মতো লোকসভায় দলের কাজ ততটা সংগঠিত নয়। তাই সংসদের নিম্নকক্ষে দলের অবস্থান আরও জোরালো এবং বিরোধী রাজনৈতিক ভূমিকা সুসংহতভাবে তুলে ধরার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেকের এই নতুন দায়িত্ব তৃণমূলের অভ্যন্তরে নতুন নেতৃত্বের পথকে আরও সুসংহত করল। একইসঙ্গে, কেন্দ্রীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান এবং বক্তব্য ভবিষ্যতে আরও স্পষ্ট ও ধারালো হবে বলেও মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy