ঐতিহাসিক বামুনগাছি রেল ব্রিজ ভারী যান চলাচলের জন্য বন্ধ, সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা

১২০ বছরের পুরোনো বামুনগাছি রেল ব্রিজটি অবশেষে ভারী যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের এই সিদ্ধান্তে হাওড়া-কোনা রুটের বাস এবং অন্যান্য ছয় চাকার গাড়ির যাতায়াত এখন সম্পূর্ণ বন্ধ। ব্রিজটির ভঙ্গুর কাঠামোগত অবস্থার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিত্যযাত্রীদের চরম ভোগান্তি:
এই নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রতিদিনের যাত্রীরা। ভট্টনগর-ধর্মতলা এবং ৫৭ নম্বর রুটের বাসগুলোকে এখন বিকল্প পথে বেলগাছিয়া মোড় দিয়ে ঘুরতে হচ্ছে। এর ফলে যেমন যাত্রাপথ দীর্ঘ হচ্ছে, তেমনই যাত্রীদের বাস থেকে নেমে অন্য যানবাহনে করে বা হেঁটে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এমনিতেই বর্ষায় বেনারস রোডের জল জমার সমস্যায় ভোগান্তি চলছিল, তার ওপর এই নতুন নিষেধাজ্ঞা দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

পুলিশ ও রেলের বক্তব্য:
হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, “ব্রিজটির অবস্থা এতটাই খারাপ যে যেকোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ছয় চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ না নতুন ব্রিজটি চালু হচ্ছে, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

অন্যদিকে, পূর্ব রেল অনেক আগেই পুরোনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু করেছিল। নতুন ব্রিজের নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। পূর্ব রেলের ডিআরএম সঞ্জীব কুমার বলেন, “বামুনগাছি ব্রিজের খারাপ অবস্থা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলাম। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নতুন ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং খুব শীঘ্রই তা চালু করার পরিকল্পনা রয়েছে।” নতুন ব্রিজে ট্রেনের চলাচলের সুবিধার জন্য নীচের অংশের দৈর্ঘ্য ৩৬ মিটার থেকে বাড়িয়ে ৬৬ মিটার করা হয়েছে।

নতুন ব্রিজটি চালু হলে এলাকার যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে ততদিন পর্যন্ত নিত্যযাত্রীদের দুর্ভোগ সহ্য করে বিকল্প পথেই যাতায়াত করতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy